![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স-এর ছাত্র। প্রযুক্তি চর্চা ভালো লাগে।
নীহার
মুফরাদ
১২-১০-১১
.
সন্ত্রস্ত পায়ে গন্তু আমি গিরিসংকটে,
অমৃত প্রসাদ আনিবার অভিপ্রায়ে,
ঈশ! নেই বিশ্রাম, চলেছি অবিরাম,
ঝরছে ঘর্ম, জ্বলছে চর্ম বজ্রাঘাতে;
পাথুরে পথে পাথেয় শুধু পরাভব,
নিঃশ্বাসে ধুম্র কুঞ্জ, প্রশ্বাসে বরবাদ,
ওহে বনদেবী! রোপিত কর শাশ্বত,
যার তরে হই বৈরী, করি ছটফট।
.
নির্বোধ! অনিত্য এ বসুধা অয়োময়,
সজ্জন হলে পরে মরণের কি ভয়?
কুশীলব হয়ে করলি পার বৈকাল,
চতুর্দিকে অথৈ পানি পৃথ্বী বেসামাল।
অমানিশা ডাকে তোরে কান পেতে শোন,
নরক ছাড়ি নীহারে কর আলিংগন।
১৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪১
মুফরাদ বাঙ্গালী বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ লিখেছেন। শুভেচ্ছা ও শুভকামনা জানাই অবিরাম ।