নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ। এছাড়া পরিচয় দেবার মত এখনও কিছু অর্জন করিনি।

আফরীন সুমু

মুক্ত আকাশে একটা রঙিন ঘুড়ি...।

আফরীন সুমু › বিস্তারিত পোস্টঃ

কাক ও শেয়ালের গল্প ( ঈশপ যদি বেঁচে থাকতেন )

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

একদিন এক ধূর্ত শেয়াল এক জায়গায় বসে পাসওয়ার্ড চুরি করে ওয়াইফাই চালাচ্ছিলো। এমন সময় তার ফেসবুকে একটা নোটিফিকেশন আসলো। ব্ল্যাক ক্রো আপডেট হিজ স্ট্যাটাস। শেয়াল স্ট্যাটাস পড়ল, ইটিং জালি কাবাব অন দা রুফ। লোভী শেয়াল কাবাব খাবার একটা ফন্দি আঁটল। গুগল ম্যাপিং করে ধূর্ত শেয়াল হাজির হল কাকের ছাদের নিচে। নিচে দাড়িয়ে সে কাকের আইডিতে ঢুকে তার সব প্রোফাইল পিক গুলোতে লাইক কমেন্ট করতে শুরু করল। কাকতো খুশিতে গদ গদ। সে শেয়ালকে ইনবক্সে নক করল। শেয়াল রিপ্লাই দিল। মেসেজিং এর এক পর্যায়ে শেয়াল বলল চল আমরা হ্যাং আউট করি। কাক জিজ্ঞেস করল কবে? শেয়াল রিপ্লাই দিল ফ্রি আছো এখন? কাক বলল হ্যা। শেয়াল বলল, ওকে তাহলে এক্ষুনি চলে এসো এই এড্রেসে। আমার আবার একটা জরুরি কাজ আছে।

ধূর্ত শেয়াল ততক্ষনে চুপি চুপি ছাদে এসে এক কোনায় ঘাপটি মেরে রইল। যেই কাক উড়াল দেবে অমনি সে কপ করে কাবাবটা খেয়ে আসবে। মনে মনে হাসল শেয়াল, এমন পাম দিছি হালার কাউয়ার ঘরে কাউয়া দেখা করার জন্য পাগল হয়ে গেছে। হে হে হে।

শেয়াল লুকিয়ে লুকিয়ে চুপচাপ দেখছে। কাক লেজটা ঠিকঠাক করল, পালকগুলো গুছিয়ে নিল। অতঃপর কাবাব খেতে বসল। কাবাব হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে সে আবার দ্রুত মেসেজ দিল। হাই ফ্রেন্ড কই তুমি? আমি আর বেশিক্ষন থাকছি না। কাকের রিপ্লাই, ওকে ফ্রেন্ড আমি এক্ষুনি আসছি। এই বলে কাক ছাদের উপরের একটা উচু টাওয়ারে কাবাবটা ঝুলিয়ে রেখে উড়াল দিল।

অতঃপর... শেয়াল তার আইডি থেকে কাককে ব্লক করে দিল।

মরালঃ যেখানেই যাও জালি কাবাব সাবধান

ফেসবুকে পূর্ব প্রকাশিত।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬

তাশফিয়া নওরিন বলেছেন: :D :D :D

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



আইডিয়াটা সমকালীন, ভালো

৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৫

ভিটামিন সি বলেছেন: এতো ভালো গল্প!! ডায়লগটা মশা করিম রে ধার দিয়েন। উফ কি ডায়লগ রে বাপ: "কাউয়ার ঘরের কাউয়া"।

০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭

আফরীন সুমু বলেছেন: মশা করিম ধার ফেরত দিবে এই রিস্ক আপনি নিলে আমি ধার দিতে রাজি।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৩

অগ্নি সারথি বলেছেন: :-B :-B

৫| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৬

আফরীন সুমু বলেছেন: ধন্যবাদ সবাইকে। কেউ খাটো হয়ে গেলে আমার কিছু করার নেই। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.