নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ। এছাড়া পরিচয় দেবার মত এখনও কিছু অর্জন করিনি।

আফরীন সুমু

মুক্ত আকাশে একটা রঙিন ঘুড়ি...।

আফরীন সুমু › বিস্তারিত পোস্টঃ

আপন মানুষেরা এখন প্রফেশনাল

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

আপন মানুষটা হবে আপনের মত। যার সাথে মন খুলে কথা বলা যাবে। চিন্তা করা লাগবেনা, কি না জানি ভাববে। নাকের পানি মোছার সময় বলতে হবে না, এক্সকিউজ মি। আপন মানুষটা স্যুট বুট পরে সামনে এসে দাড়ালেও আনায়াসেই বলা যাবে, '' তোমাকে এমন বোকা বোকা লাগছে কেন? দাড়াও দেখি একটা ছবি তুলে রাখি।'' আপন মানুষের সেই বোকা বোকা ছবি মোবাইলের ওয়ালপেপার হয়ে থাকে।

আপন মানুষের সামনে ভাব নিয়ে প্রাইওরিটি বজায় রাখা লাগে না। কারন প্রাইওরিটি আছে বলেই মানুষটা আপন। অন্যায় করলে ভয় হয়না অনুশোচনা হয়। দোষ স্বীকার করতে লজ্জা লাগে না, ছোট হওয়ার ভয় থাকে না। আপন সম্পর্কগুলো হয় ইগো বিহীন। মান অভিমানের পালাগুলো হয় নেহাতই ঠুনকো। এক দুইবার সরি বললেই ভেঙ্গে যায়।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার সময় মনে মনে অনেক কঠিন কঠিন কথা জমে। মানুষটা সামনে আসলে কথাগুলি এলোমেলো হয়ে যায়। রাগ পানি হয়ে যায়। রাগ ঠিকমত দেখাতে না পারায় তখন নিজের ওপরেই বিরক্ত লাগে।

মানুষটার হয়তো নীল পছন্দ। শাড়ির দোকানে গেলে তখন প্রিয় লাল রঙটা ফ্যাকাসে লাগে। পড়তে না জানলেও জবড়জং করে শাড়ি পেচিয়ে ছবি তোলার ব্যর্থ চেষ্টা শুধু সেই মানুষটার জন্য। খারাপ রেজুলেশনের ঘোলা ছবিগুলো দেখে হয়ত মুগ্ধ গলায় প্রশংসা করবে। নিজেকে তখন আয়নায় আরও একবার দেখতে ইচ্ছে হয়। কোন এক অবসর বিকেলে সেই ছবিগুলো দেখে হাসি পায়।

আপন মানুষটাকে বোঝার জন্য থিসিস করা লাগে না। মুখের দিকে তাকিয়ে খোলা বইয়ের মত পড়া যায়। কারন আপন মানুষটা নিজেকে মেকি ভাবের আড়ালে আড়াল করে রাখে না। যা কিছু ভালো যা কিছু মন্দ সব মিলিয়েই আপন মানুষ।

বর্তমান সম্পর্কগুলিতে আপন মানুষের সঙ্কট প্রকট। সম্পর্ক গুলো স্মার্টনেস খোঁজে। অভিমানী চোখের পানিতে লেপটে যাওয়া কাজলের মর্ম বোঝে না। হয় আমার ইগো, নয় তোমার ইগো নয়তো দুইজনের ইগো। হয় আমার কথা তোমার শুনতে হবে, নয় তোমার কথায় আমি চলব কেন ইত্যাদি। কথা কাটাকাটি প্রথম বাক্য থেকে তৃতীয় বাক্যে গড়ালেই ব্রেকাপ। বিয়ে গুলো তিন বছর এমনকি তিন মাসও টেকে না।

এই যুগে ফীল বোঝার টাইম নাই। এখনকার সম্পর্কে 'স্যাক্রিফাইস' খুবই ব্যাকডেটেড ওয়ার্ড। প্রফেশনাল হতে হবে। ইগো ধরে রাখার প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে। হ্যাভ টু কিপ পেস উইথ ডেভেলপমেন্ট। এখন সম্পর্কের খুনসুটিগুলোর নতুন নাম পেইন। কেউ পেইন ক্যারি করতে রাজি না। কারন হাতের কাছেই পেইন কিলার আছে। ''ব্রেকাপ।''

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: যাক, শেষের প্যারাটা পড়ে শান্তি পেলাম। কল্পনা আর বাস্তবতার ফারাক শেষের প্যারায় এসে পরিস্কার হয়ে যায়। আপন মানুষরা যখন অধিকারকে একমুখী (ডায়োডের মতন) করে ফেলে, তখন মাঝে মাঝে ব্রেকাপও হয় না, আবার রাগও মাসের পর মাস ধরে পানি না হয়ে বরফের মতই জমাট হয়ে থাকে। লেখককে ধন্যবাদ সম্পর্কের ব্যাপারগুলো নিয়ে চমৎকার লেখাটির জন্যে।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০

আফরীন সুমু বলেছেন: আপনি পড়ে শান্তি পেয়েছেন শুনে আমিও শান্তি পেলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯

জাহাজী পোলা বলেছেন: আপনার লেখাটা পড়ে অনেক অনেক দিন পর লগইন করলাম সহমত জানানোর জন্য ..... ইগো ধরে রেখে "আপন মানুষ" হওয়া যায় না .... আপন মানুষ হতে গেলে দুটি মনের মাঝখানে সামঞ্জস্যপূর্ণ তারল্য লাগে ..... আপন মানুষকে দেখে হৃদয় আদ্র না হলে আর আপন মানুষ কিশের!!

যাইহোক, অন্যের কথা ভেবে লাভ নাই, আমার হৃদয় আদ্র করার একজন আছে তাতেই আমি প্রচন্ড সুখী .... আপন মানুষের হাতটা হাতের মুঠোয় থাকলে দুনিয়ায় আর কিছুরই আভাব বোধ হয়না। আজ আপনার লেখাটি পড়ে নতুন করে অনুভব করলাম। অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

আফরীন সুমু বলেছেন: যাক এতো অসুখী মানুষের ভিড়ে একজন সুখী মানুষের কথা শুনে ভালো লাগলো। আসলেই ''আপন মানুষের হাতটা হাতের মুঠোয় থাকলে দুনিয়ায় আর কিছুরই আভাব বোধ হয়না।'' যাই ঘটুক আপন মানুষটার হাত শক্ত করে ধরে রাখুন। অনেক শুভকামনা।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: আপন মানুষ নিয়ে বিশাল থিসিস করেছেন!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

আফরীন সুমু বলেছেন: থিসিস শুরু করলাম মাত্র। এই জনমে শেষ হবে কিনা কে জানে? মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: পৃথিবীতে কে অাপন অার কে যে পর; সেটাই তো অাবিষ্কার করা কঠিন!

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

অগ্নিপাখি বলেছেন: ১। "মানুষটার হয়তো নীল পছন্দ। শাড়ির দোকানে গেলে তখন প্রিয় লাল রঙটা ফ্যাকাসে লাগে। পড়তে না জানলেও জবড়জং করে শাড়ি পেচিয়ে ছবি তোলার ব্যর্থ চেষ্টা শুধু সেই মানুষটার জন্য। খারাপ রেজুলেশনের ঘোলা ছবিগুলো দেখে হয়ত মুগ্ধ গলায় প্রশংসা করবে। নিজেকে তখন আয়নায় আরও একবার দেখতে ইচ্ছে হয়। কোন এক অবসর বিকেলে সেই ছবিগুলো দেখে হাসি পায়।"
২। "বর্তমান সম্পর্কগুলিতে আপন মানুষের সঙ্কট প্রকট। সম্পর্ক গুলো স্মার্টনেস খোঁজে। অভিমানী চোখের পানিতে লেপটে যাওয়া কাজলের মর্ম বোঝে না।"
৩। "এই যুগে ফীল বোঝার টাইম নাই। এখনকার সম্পর্কে 'স্যাক্রিফাইস' খুবই ব্যাকডেটেড ওয়ার্ড। প্রফেশনাল হতে হবে। ইগো ধরে রাখার প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে। হ্যাভ টু কিপ পেস উইথ ডেভেলপমেন্ট। এখন সম্পর্কের খুনসুটিগুলোর নতুন নাম পেইন। কেউ পেইন ক্যারি করতে রাজি না।"

কথাগুলো খুব ভালো লাগলো। নির্মম সত্য কথা এটাই। হয়তো এটাই বাস্তব। খুব সুন্দর লিখেছেন। পোস্ট এর জন্য ধন্যবাদ। পোষ্টে ভালোলাগা এবং প্রিয় তে নিলাম। ভালো থাকবেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২০

আফরীন সুমু বলেছেন: কারো ভালো লেগেছে, আমার লেখার সার্থকতা এইটুকুই। বাস্তবতাটা বোঝানোর চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

আমি ইহতিব বলেছেন: সত্য ও সুন্দর কথাগুলো।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

আফরীন সুমু বলেছেন: ধন্যবাদ আপু।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: আপন মানুষ নিয়ে খুব সুন্দর কথা বলেছেন। খুব ভাল লাগল লেখা। শুভেচ্ছা রইল।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

আফরীন সুমু বলেছেন: ধন্যবাদ প্রামানিক আপনাকে।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

গেম চেঞ্জার বলেছেন: আমরা আসলে নিজেদেরই ক্ষতি করছি। প্রকৃতিজাত মানসিক সত্ত্বার ক্ষতি করছি নিজেরাই।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬

ধমনী বলেছেন: একবার আপনারে চিনতে পারলে রে
যাবে অচেনারে চেনা....

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

আফরীন সুমু বলেছেন: সহমত।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১

চাঁদগাজী বলেছেন:

ভালো, আপন মানুষ আরো আপন হোক।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

আফরীন সুমু বলেছেন: ধন্যবাদ।

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

শাহাদাত হোসেন বলেছেন: কারন হাতের
কাছেই পেইন কিলার
আছে। ''ব্রেকাপ।''
সুন্দর লিখেছেন

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

আফরীন সুমু বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

♥কবি♥ বলেছেন: সহমত। ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.