নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ইচ্ছে তাই

কালো আর ধলো বাহিরে কেবল, ভেতরে সবারই সমান রাঙা

আফসিন তৃষা

সৈয়দ মুজতবা আলী বলেছেন, যারা পরিপূর্ণ মিথ্যাবাদী হওয়ার পথে দড়কচ্চা মেরে গেলেন তারাই পরবর্তীতে লেখক হন। আমি মিথ্যেবাদী হওয়ার পথে দড়কচ্চা মেরেছি বটে কিন্তু লেখক আর হতে পারলাম না। আফসুস :(

আফসিন তৃষা › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় বসন্ত (কবিতা)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

রাত কেটে ভোর হয়ে যাবে

আলোভরা ঘুম ঘুম চোখে,

কবিতার আকুলতা এলো

অক্ষরগুলো তবু নাচে।



জানালার বাইরে তুমি

তবু তাকাতে যাইনি আর।

তোমার মনের সাড়া,

দ্রুত ঢেকে যায়

কুয়াশায়।



আমার ঘরে,

সকালের আলোর কণাগুলো

মিছিল করে এলে,

কবিতার একেকটি লাইন,

হয়ে যাবে জোরালো শ্লোগান।



সেই অপার্থিবকে সাথে নিয়ে,

আর নিয়ে অসীম সাহস,

এই চত্বরে এসে দাঁড়াবো

খুঁজে নেব তোমার হাত।



না প্রিয়,

আজ কোন ভালোবাসাবাসি নয়।

আমার চোখে আজ

কোন ভাষা থাকবেনা,

তোমার দিকে তাকাবে

প্রতিশোধে জলন্ত আগুন।

তোমাকে হারানোর ভয়ে নয়,

রাগে মুষ্টিবদ্ধ হবে আমার আঙুল।



সব কোমলতা ভুলে চেঁচিয়ে উঠবো,

আমাদের তীব্র চিৎকারে

নড়ে যাবে খুনীদের প্রাণ।



সেই মৃতের প্রতি ঘৃণা জানিয়ে,

তবেই বাড়ি ফিরবো।



আমাদের দুয়ারে তখন

আরেক বসন্তের ডাক।



(পহেলা ফাল্গুন ১৪১৯)

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: নব বসন্ত জাগ্রত দ্বারে
শুনি তার আগমনি বার্তা
নব ছন্দে নব নব আয়োজনে
ধরণী বরণীয়া ফুটবে কুসুম লতা

সুন্দর
শুভকামনা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

আফসিন তৃষা বলেছেন: ধন্যবাদ। সংগ্রামী বসন্তের শুভেচ্ছা।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

একজন আরমান বলেছেন:
বসন্তময় কবিতায় ভালো লাগা।

ফাল্গুনের শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

আফসিন তৃষা বলেছেন: আরে আরমান ভাই! কেমন আছেন? ভালো লাগার জন্য ধন্যবাদ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

অদ্বিতীয়া আমি বলেছেন: আমাদের দুয়ারে তখন
আরেক বসন্তের ডাক।
+++++++

ফাল্গুনের শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

আফসিন তৃষা বলেছেন: আপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা। অনেক ভালো থাকুন :)

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

shfikul বলেছেন: কবিতায় ভালো লাগা।ফাল্গুনের শুভেচ্ছা।+++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

আফসিন তৃষা বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

একজন আরমান বলেছেন:
আছি খারাপ না।
গলা টা বসে গেছে।

আপনার খবর কি?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

আফসিন তৃষা বলেছেন: ভালোই আছি মন্দ না

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

নাঈম আহমেদ আকাশ বলেছেন: কবিতা টা কি আপনার নিজের লেখা ?? মনে হচ্ছিল কোথায় যেন পড়েছি !!!

যাই হোক +++ । :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

আফসিন তৃষা বলেছেন: এইটা কি বললেন!!! আমিই তো লিখসিলাম ১৩ই ফেব্রুয়ারী সকালে :'(

প্লাসের জন্য আপনাকে খাটো করলাম। অনেকদিন পর আসলেন :)

৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাদ্য পোষ্ট কই?
কবিতা তো ভালোই, কিন্তু খাদ্যপোষ্ট তো আরো ভালো। ;)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

আফসিন তৃষা বলেছেন: আসিতেছে। আমি তো ভাবছিলাম কেউ খাদ্য পোস্ট চায়না। তাই অফ গেসিলাম আরকি :|

৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

একজন আরমান বলেছেন:
হুম। এতো অনিয়মিত কেন আপনি? :| :| :|

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬

আফসিন তৃষা বলেছেন: এম্নে। আমি কিছু পারিনা তো এইজন্য :#>

৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৮

সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২

আফসিন তৃষা বলেছেন: ধন্যবাদ :)

১০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

একজন আরমান বলেছেন:
এইভাবে একটা মিথ্যা কথা বলে দিলেন? B:-) B:-) :|

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫

আফসিন তৃষা বলেছেন: হেহেহে

১১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ইস!
এতো সুন্দর করে একটা কবিতা লিখতে পারতাম!


সুন্দর।।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯

আফসিন তৃষা বলেছেন: ধন্যবাদ প্রিয় দুর্জয় :)

১২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০

তাসজিদ বলেছেন: কবিতা লিখতে আসলেই প্রতিভা লাগে।

আমার এ বেপারে প্রতিভা ০।

কবিতায় +++++++++++++++

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:১৪

আফসিন তৃষা বলেছেন: ধন্যবাদ :)

১৩| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর হইছে ++

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:১৫

আফসিন তৃষা বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.