নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ইচ্ছে তাই

কালো আর ধলো বাহিরে কেবল, ভেতরে সবারই সমান রাঙা

আফসিন তৃষা

সৈয়দ মুজতবা আলী বলেছেন, যারা পরিপূর্ণ মিথ্যাবাদী হওয়ার পথে দড়কচ্চা মেরে গেলেন তারাই পরবর্তীতে লেখক হন। আমি মিথ্যেবাদী হওয়ার পথে দড়কচ্চা মেরেছি বটে কিন্তু লেখক আর হতে পারলাম না। আফসুস :(

আফসিন তৃষা › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় মুঠোফোন

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

বাসে পাশাপাশি ঝুলছি

আমি আর বেণী চুলে মেয়ে।

উঁকি মেরে দেখে ফেলা

মুঠোফোনে গোপন বারতা,

প্রেমিকের কোমল আকুতি।



আর কত অপেক্ষা করি বল?

নিষ্ঠুর ছোট্ট জবাব,

অস্থির হওয়ার কি আছে!



তাই তো!

অস্থির হওয়ার কি আছে বলুন?

দেশটা থেমে যাক,

বন্ধ হোক হাওয়ার চলাচল।

সহপথিকের টুঁটি চেপে ধরা সহস্র হাতে

তালি বাজলেই ধরে নিন,

বিধাতা জাগ্রত হয়েছেন,

এইবার বেঁচে যাবে

আপনার সচেতন গলা।



কবে এই বিধাতা ঘুমুবে

কেউ জানেনা।

তবু, যতদিন গলাখানা আছে

ততদিন চিৎকার হোক

তারপর রাস্তায়,

গলাকাটা মুন্ডুর ছড়াছড়ি।



এরচে’ আপনার

নিষ্ঠুর প্রেমিকাই ভালো।

লিখে দিন,

প্রিয় ডায়ালকৃত নম্বর,

বন্ধ থাকলে তোমার স্বর

ভীষণ মিষ্টি শোনায়।

ইতি, ডায়ালকারী হতভাগা।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মুগ্ধ পাঠে প্রথম প্লাস।
খুবই সুন্দর হয়েছে কবিতাটি।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

আফসিন তৃষা বলেছেন: ধন্যবাদ প্রিয় দুর্জয়। আপনার কাছ থেকে বিপুল উৎসাহ পাওয়া যাচ্ছে :#)

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

মুক্তকণ্ঠ বলেছেন: প্রিয় ডায়ালকৃত নম্বর,
বন্ধ থাকলে তোমার স্বর
ভীষণ মিষ্টি শোনায়।
ইতি, ডায়ালকারী হতভাগা।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

আফসিন তৃষা বলেছেন: জ্বি ধন্যবাদ। বন্ধ না থাকলেও আমার স্বর মিষ্টি শোনায় :D

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রিয় ডায়ালকৃত নম্বর,
বন্ধ থাকলে তোমার স্বর
ভীষণ মিষ্টি শোনায়।
ইতি, ডায়ালকারী হতভাগা।


ভগ্নি তোমার মুঠোফোনের ক্রমিক সমুহ আমি অজ্ঞাত B:-)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

আফসিন তৃষা বলেছেন: তাতে কি ভ্রাতা! যাবতীয় বন্ধ মুঠোফোনের স্বর একই রকম

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০১

আশিক মাসুম বলেছেন: :P :P =p~

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

আফসিন তৃষা বলেছেন: :)

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

মিঠেল রোদ বলেছেন: ভাললাগা।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

আফসিন তৃষা বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। মুগ্ধপাঠ!!

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

আফসিন তৃষা বলেছেন: আপনি যে কত অল্পতেই মুগ্ধ হন!

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৯

ফালতু বালক বলেছেন: vallagse....+++

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

আফসিন তৃষা বলেছেন: আমারো। পড়ার জন্য ধন্যবাদ :)

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৬

একজন আরমান বলেছেন:
এরচে’ আপনার
নিষ্ঠুর প্রেমিকাই ভালো।


দারুন লিখেছেন তৃষা।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

আফসিন তৃষা বলেছেন: ধন্যবাদ আরমান ভাই :)

৯| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
২য় ভাললাগা রেখেগেলাম।

২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৪

আফসিন তৃষা বলেছেন: অনেক ধন্যবাদ :)

১০| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৩২

শহুরে আগন্তুক বলেছেন: ভালোই লাগলো!

১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

আফসিন তৃষা বলেছেন: ভালোই তো!

১১| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৫:৫২

নাছির84 বলেছেন: চমৎকার। মুগ্ধ।

১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

আফসিন তৃষা বলেছেন: জি ধন্যবাদ :)

১২| ১০ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:১৩

আফসিন তৃষা বলেছেন: জ্বি ধন্যবাদ

১৩| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩১

সপ্নাতুর আহসান বলেছেন: মজা পাইলাম।

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:১৪

আফসিন তৃষা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.