![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ মুজতবা আলী বলেছেন, যারা পরিপূর্ণ মিথ্যাবাদী হওয়ার পথে দড়কচ্চা মেরে গেলেন তারাই পরবর্তীতে লেখক হন। আমি মিথ্যেবাদী হওয়ার পথে দড়কচ্চা মেরেছি বটে কিন্তু লেখক আর হতে পারলাম না। আফসুস :(
মা ফোন করেছেন সন্ধ্যাবেলা। দূরের গ্রাম থেকে। সন্ধ্যাবেলা এই গ্রামে তারা দেখা যেত। অযুত-নিযুত লক্ষ-কোটি তারা। শান বাঁধানো বেঞ্চে সটান হয়ে শুয়ে আমি আর মা তারা দেখতাম। মা বলতেন, উত্তরে দেখেন তারা খসে পড়ছে। আমি বরাবরই দিকভুলা। দক্ষিণের আম্মাদের ঘরের উল্টাপাশ হলো উত্তর- এই ভাবতে ভাবতে তারা খসে শেষ। তখন চোখমুখ টানটান করে উত্তরেই তাকিয়ে আছি। মা তাড়াহুড়ো করে- এবার কিন্তু পূবে, বলাতে শেষ পর্যন্ত দেখলাম। পূব দিক চেনা সোজা। ঘর থেকে বের হয়ে একদমে দৌড়োতে দৌড়োতে রাস্তায় গিয়ে পড়তে হলে যেইদিকে যেতে হবে সেটাই পূবদিক।
এই তারা দেখা অনুষ্ঠানের পর আবার কখনো কখনো আগেই আমি ঘুমিয়ে পড়তাম। মা তখন রাগ করতো না। আদর করে বলতো- আমার ঘুমকাতুরে মেয়েরে!! ঘুমকাতুরে আমাকে মা সন্ধ্যাবেলা ফোন করলেন। মা কে আমি কক্ষনো হ্যালো বলিনা। এক ছটাক আদরের সাথে আধ কৌটা আহ্লাদ মিশিয়ে বলি- মা! মা বললেন- আপনি কি এখন ঘুমাচ্ছেন? দরাজ হাসি দিয়ে বলি- না তো। মা বললেন- ঘুমাচ্ছেন না কেন? এখন তো আপনার ঘুমানোর সময়! বোকা মা টা আমার। এখন ঘুমালে ফোন ধরবো কি করে! আমার হাসি পেল। আবার হিহি করে হেসে বললাম- আচ্ছা কালকে থেকে এই সময় ঘুমাবো। মা ও হাসলেন। প্রশ্রয়ের হাসি।
আমার হাসি রোগ আছে। কোন একটা বই পড়ে আমি আধ-ঘন্টা খিলখিল করে হাসতে পারি। মা তখন কি যে বিরক্ত হন! “আমরা তো কেউ আপনার বই পড়ছিনা। আমাদেরকে হাসি শোনাবেন কেন? বই পড়ে হাসি পেলে মুচকি হাসি দিবেন।” আমি তখন তক্কে তক্কে থাকি। আমাকে পড়তে বসিয়ে মা পাশে বসে কোন একটা বই পড়ছেন। আমি একটু পরপর মার মুখের দিকে তাকাই। মাঝে মাঝে মুচকি হাসি দেখা যায়। আমার যে মার দিকে না তাকিয়ে কঠিন কঠিন শব্দার্থ মুখস্ত করার কথা এটা ভুলেই যাই। খুবই অস্থির হয়ে- কেন হাসো? কেন হাসো? বলতে বলতে মা কে ঝাঁকাই। পড়ালেখার সময় মা খুবই বিপদজনক। এমন রাগী চোখে তাকাবে যে আপনার ইচ্ছে হবে আজীবনের মত খাটের তলার বাসিন্দা হয়ে যাই।
আপাতত আমি সেই রাগী চক্ষুর আওতার বাইরে আছি তবে ছোটভাই নেই। একটু আগেই মা ছোটভাইকে পড়াচ্ছিলেন আর রাগী চক্ষু দেখে ছোটভাইয়ের অভিমান হয়েছে। মা তাই আমাকে ফোন করে বলেছেন- বাপ যাচ্ছে। বাপের কাছে ছোটভাইয়ের জন্য পিস্তল কিনে দিবেন। এই হচ্ছে মায়ের টেকনিক। কোনমতে বকাটা পার করতে পারলেই হলো। তারপর নতুন পেন্সিল, রাবার, পিস্তল আসিতেছে! আমি তো অবাক- পিস্তল দিয়ে কি হবে! মা হাসলেন। “সত্যিকারের না, খেলনা পিস্তল। পিস্তলে চাপ দিলে ট্যাঁ ট্যাঁ ট্যাঁ আওয়াজ হয়। আপনি চিনেন না? আপনাকেও তো কিনে দিয়েছিলাম।”
তাই বলো!! লাল রঙের একটা পিস্তল ছিলো আমার। পিস্তলের গা টা গাঢ় লাল আর ট্যাঁ ট্যাঁ আওয়াজের সাথে পিস্তলের মুখে হালকা লাল আলো জ্বলতো। সেই পিস্তল দিয়ে কত কত যুদ্ধ জয় করেছি! মাকে বললাম- আচ্ছা কিনে দিব পিস্তল।
মা তখন ঘটনা বললেন। অভিমানী ছোটভাইকে এখন সেরিওজার মত দেখাচ্ছে। ‘পিতা ও পুত্র’- এর সেরিওজা। সেরিওজার একটা লাল সাইকেল ছিলো কিন্তু ছোটভাইয়ের সাইকেল তো সবুজ। মা মত বদলালেন। সেরিওজা না, “হোয়াইট ফ্যাং।” হোয়াইট ফ্যাং একটা সাহসী আদুরে কুকুর। যেদিন বইটা মা পড়লেন সেদিন কি উৎসাহ নিয়েই না ফোন করেছিলেন। আমিও পড়েছি কদিন আগে। আমাদের উত্তেজিত সাহিত্যালোচনা শুনে বাপ হিংসিত হয়েছিলেন। ফোন কানে নিয়ে বলেছেন- বাপ বল। আমি বললাম- বাপ। বাপ বললেন- আব্বু বল। আমি ভেংচি কেটে রেখে দিলাম।
যাই হোক, পিস্তলের কথা মাথায় নিয়ে দোকানে গেলাম কদিন পর। দেখি একটা সাদা কুকুর। সত্যি কুকুর না। স্নোয়ি আছেনা? টিনটিন এর বুদ্ধিমান কুকুরটা? একটা স্নোয়ি পুতুল। কি তুলতুলে রে বাবা! মনে হয় সারাক্ষণ নাক ডুবিয়ে আদর করি। প্রায়োরিটি ঠিক করে ছোটভাইয়ের জন্য স্নোয়ি কিনলাম। টিনটিনের এডভেঞ্চার তিনি দেখেছেন। স্নোয়ি যে ঠিকঠিক টিনটিনকে খুঁজে বের করে সবসময় এটা তার খুবই পছন্দ। মাঝে মাঝে বলেন তার একটা স্নোয়ি থাকলে খুব ভালো হত। কুকুর-বেড়াল পোষা মায়ের এক্কেবারে অপছন্দ। ঘর নোংরা হবে! তাই থাকুক একটা পুতুল স্নোয়ি। সবুজ সাইকেলের ক্যারিয়ারে সাদা স্নোয়ি নিয়ে ঘুরবে।
অফ টপিকঃ মাকে নিয়ে লেখা খুবই বিপদজনক। সমালোচনা করতে করতে ১২টা বাজিয়ে দিবেন। তাও লিখলাম। মুজতবা আলী বলেছেন- মা'র গল্প সব গল্পের মা।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০
আফসিন তৃষা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮
মামুন রশিদ বলেছেন: মুজতবা আলী বলেছেন- মা'র গল্প সব গল্পের মা।
হুম ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১
আফসিন তৃষা বলেছেন:
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭
খাটাস বলেছেন: বেশ একটা ঘরোয়া আড্ডা- টক ঝাল মিষ্টি।
ভালই লাগল। সামনে লাইট জ্বলা পিস্তল এর কথা টা পড়ে - মনে পড়ল- বস্তুটা আমার ও ছিল।
শুভ কামনা। ভাল থাকবেন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩
আফসিন তৃষা বলেছেন: ধন্যবাদ খাটাস। ভালো থাকবেন
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর লাগল।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০
আফসিন তৃষা বলেছেন: ধন্যবাদ পাঠক
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বস বলেছেন- মা'র গল্প সব গল্পের মা।
কথা আসলেই সত্য। মা কে নিয়ে লেখা সকল গল্পের চেয়ে সেরা!!!
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২
আফসিন তৃষা বলেছেন: বস বলেছেন!!
এখন একটা হিংসুটে ঝগড়া করা যায়। খালি বসের কথাটাই দেখলেন আমার লেখাটা দেখলেন না?
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মা মেয়ের সম্পর্কের উষ্ণতা টের পেলাম।
মায়ের ভালো থাকার জন্য প্রার্থনা।
সকল মায়েরা ভালো থাকুক।
কতবার যে ট্রাই করে এর আগে ব্যর্থ হলাম।
এখন দেখি, মন্তব্য পোস্ট হয় কি না।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩
আফসিন তৃষা বলেছেন: সব মায়েরা ভালো থাকুন
ব্লগে কিছু একটা ঝামেলা হয়েছিলো মনে হয়
অনেকবার চেষ্টা করে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দুর্জয়।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬
হাসান মাহবুব বলেছেন: মাকে নিয়ে লেখা সবসময় সুন্দর।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪
আফসিন তৃষা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ হাসান ভাই
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: অবশ্যই ভালো লেগেছে গল্প।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
আফসিন তৃষা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে হবে? মাঝে মাঝে একটু সমালোচনা কইরেন
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯
তাসজিদ বলেছেন: সৈয়দ মুজতবা আলী বলেছেন, যারা পরিপূর্ণ মিথ্যাবাদী হওয়ার পথে দড়কচ্চা মেরে গেলেন তারাই পরবর্তীতে লেখক হন। আমি মিথ্যেবাদী হওয়ার পথে দড়কচ্চা মেরেছি বটে কিন্তু লেখক আর হতে পারলাম না। আফসুস
লেখক না হলে এত ভাল লেখেন কি করে?
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
আফসিন তৃষা বলেছেন: আগে লেখা দুয়েকটা পাবলিশ হোক। তারপর কথা পাল্টিয়ে দিবো
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগার মত গল্প।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
আফসিন তৃষা বলেছেন: ধন্যবাদ ভাই
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪২
নোমান নমি বলেছেন: দেরী করে মায়ের গল্প পড়লাম। মায়েদের গল্প খারাপ হয় না কখনও। কারন এটা হৃদয় থেকে আসে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬
আফসিন তৃষা বলেছেন: হুমম
১২| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০১
বৃতি বলেছেন: আপনার ব্লগ আগে তেমন পড়ার সুযোগ হয়নি । আপনি যে এমন ভার্সেটাইল লেখক জানা ছিল না । কবিতা, রম্য, খাবারের রিভিউ-বেশ কয়েকটা ব্লগ পড়লাম আপনার । চমৎকার লেখেন আপনি! শুভকামনা জানবেন
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০২
আফসিন তৃষা বলেছেন: কষ্ট করে আগের লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ বৃতি। শুভকামনা
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০
মহামহোপাধ্যায় বলেছেন: মা'কে লেখাটা অনেক ভাল লাগল।
সাধু ভাষার লেখাগুলো পড়তে খুব ভাল লাগত। বহুদিন নতুন লেখা পাইনা
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৮
আফসিন তৃষা বলেছেন: অনেকদিন পর ব্লগে এসে আপনার মন্তব্য পড়ে ভালো লাগছে। আসলে বহুদিন ধরেই মন ভালো নেই। শীঘ্রই লিখবো হয়তো। সাথে থাকার জন্য ধন্যবাদ
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২
মহামহোপাধ্যায় বলেছেন: *নিয়ে হবে
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০
একজন বোকা মানুষ বলেছেন: বেশ ভালো লাগলো, টাইপো গুলোর দিকে খেয়াল রাখবেন
শুভকামনা |