![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ মুজতবা আলী বলেছেন, যারা পরিপূর্ণ মিথ্যাবাদী হওয়ার পথে দড়কচ্চা মেরে গেলেন তারাই পরবর্তীতে লেখক হন। আমি মিথ্যেবাদী হওয়ার পথে দড়কচ্চা মেরেছি বটে কিন্তু লেখক আর হতে পারলাম না। আফসুস :(
তারা ছিলো এক আলোকবর্ষ দূরে
তা ঠিক কতখানি আমি জানিনা।
শুধু দেখেছি, এক বছরের আলো সাঁতরে সাঁতরে
মেয়েটা যখন অন্ধ হলো,
তখন তার ছেলেটার সাথে দেখা।
ভরাট গলাটা বলল,
তোমার হাতের বাতিটা কি সুন্দর গো!
জ্বালিয়ে রাখোনি কেন?
খেয়ালী চমকে উঠে বাতি ধরে দেখলো
এটা এখনো আছে! সেই কতকাল আগে...
অস্থির ছেলেটা গল্প শুনতে চায়
কতকাল আগে কি, কি!
মেয়েটা তার গল্প বলতে চায়নি।
আসলে কি একটা গল্পের মধ্যে যা যা উত্তেজনাকর থাকতে পারে,
একটা হারিয়ে যাওয়া, একটা খুন,
কিংবা নিদেনপক্ষে একটা রেপ,
কিছুই তার গল্পে ছিলোনা।
কেবল, একঘেয়ে আলোর মধ্যে সাঁতরে চলার,
একঘেয়ে আলোর মধ্যে হাতড়ে চলার ক্লান্তি
তাকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরেছিলো।
এই তুচ্ছ দুঃখের কথা কি কাউকে বলা যায়!
নাকি বলা উচিৎ!
বিশেষ করে এখনই যখন কয়েকটা যুদ্ধ চলছে!
তার চেয়ে তোমার গল্প বলো।
সুরেলা ভরাট কন্ঠ বলে চলে,
পাখির কথা, গানের কথা, নদীর কথা,
একটা সুন্দর স্বপ্নের কথা
বলতে বলতে ক্লান্ত কথক ঘুমিয়ে পড়ে।
বাতি হাতে মেয়েটি তখন ভীষণ অন্ধকারে হাবুডুবু খায়।
আহা, সম্প্রদান কারকে চতুর্থীর মত
কেউ অন্ধজনে আলো দিক!
ছেলেটা কিন্তু চাইলেই ঠোকাঠুকি করে
দুটো চকমকি পাথর জ্বেলে দিতে পারতো।
কিন্তু সে একটা চিঠি লিখে চলে গেলো আর আশা করলো,
কেউ যদি কোন একদিন আলো জ্বালিয়ে দেয়,
তবে মেয়েটা পড়তে পারবে,
আমার প্রিয় লেডি উইথ ল্যাম্প,
তোমার আমার এই দেখাটা না হলেও চলতো।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯
আফসিন তৃষা বলেছেন: হাহাহা দারুণ বলেছেন দুর্জয়। আমার সিরিয়াস গল্প ভালো হয়না বুঝি?
২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রম্য, কবিতা সব কিছুই এতো দারুন লিখেন কেমনে?
সহমত
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২১
আফসিন তৃষা বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী
ভালো লেখার চেষ্টা করছি
৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতা ভাল্লাগলো তৃষা।
শুভকামনা রেখে গেলাম।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩
আফসিন তৃষা বলেছেন: ধন্যবাদ আপু
৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এতোদিন কই ছিলেন???
ঈদের শুভেচ্ছা
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬
আফসিন তৃষা বলেছেন: ছিলাম তো আশেপাশেই। ঈদের শুভেচ্ছা বর্ষণ। অনেক ভালো একটা ছুটি কাটুক
৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯
তুষার মানব বলেছেন: সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতা ভাল্লাগলো তৃষা।
শুভকামনা রেখে গেলাম।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭
আফসিন তৃষা বলেছেন: অনেক ধন্যবাদ তুষার মানব
৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭
বশর সিদ্দিকী বলেছেন: তোমার হাতের বাতিটা কি সুন্দর গো!
জ্বালিয়ে রাখোনি কেন?
অসাধারন কবিত। খুব ভাল লেগেছে।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০
আফসিন তৃষা বলেছেন: পড়ার জন্য অশেষ ধন্যবাদ
৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২০
নোমান নমি বলেছেন: বেশ ভাল কবিতা!
১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৫
আফসিন তৃষা বলেছেন: বেশ ভালো মন্তব্য
৮| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৩
আশিক মাসুম বলেছেন: তোমার আমার এই দেখাটা না হলেও চলতো।
ভালো লেগেছে কবিতা।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১২
আফসিন তৃষা বলেছেন: অনেক ধন্যবাদ পাঠক
৯| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১
হাসান মাহবুব বলেছেন: একটু আড়ষ্ট ভাব আছে। কাটিয়ে উঠুন।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৪
আফসিন তৃষা বলেছেন: কি জিনিসটা আড়ষ্ট সেটাই তো বুঝতে পারছিনা। কাটিয়ে উঠবো কিভাবে!!
সামগ্রিকভাবে ভালো করার চেষ্টা করছি। সমালোচনার জন্য অনেক ধন্যবাদ। এরকম একটা মন্তব্য দেখলে মন ভালো হয়ে যায়
১০| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: ঈদের শুভেচ্ছা।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৪
আফসিন তৃষা বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা। দারুণ ছুটি কাটুক
১১| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: তোমার আমার এই দেখাটা না হলেও চলতো। সব ছাপিয়ে এই এক লাইন ই বোধ হয় কবিতা।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২
আফসিন তৃষা বলেছেন: চাইলে সেরকম ভাবা যায়
১২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে আপনাকে কবিতা লিখতে দেখিনি। তাই প্রথম লেখা কিনা বুঝতে পারছি না। যদি প্রথম হয় তাহলে মন্দ হয়। বেশ ভালো প্রচেষ্টা। তবে যদি আরো লেখার অভিজ্ঞতা থাকে তাহলে হয়ত আরো কিছুটা ভালো করার সুযোগ ছিল। কিন্তু এটার অর্থ এই নয় যে এটা খারাপ হয়েছে। ব্যক্তিগত অভিমত জানালাম
ঈদের অগ্রীম শুভেচ্চা রইল।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩
আফসিন তৃষা বলেছেন: এইটা প্রথম না।
আরো ভালো করার চেষ্টা করবো
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রম্য, কবিতা সব কিছুই এতো দারুন লিখেন কেমনে?