নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এহসান জুয়েল : নত হয়েছি আকাশ দেখার আশায়

যেটা বিশ্বাস করি, সেটাই উচ্চারণ করি

এহসান জুয়েল

গলিপথে হাটি, কুকুরের তাড়া খাই। হাটতে হাটতে একদিন হাটার শেষ দেখতে চাই।

এহসান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

অবুঝ বালক, বুঝ বালিকা

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৭

আজ একটা ফুল কিনেছি তোমার জন্য

সারাটা দিন ফুলের সৌরভ গায়ে মনে

অবুঝ বালক ফুল কিনেছে তোমার জন্য

ফুলের বদলে কান্না দিলে দুচোখ জুড়ে।



ফুল নিলে না, ফুলের বদলে কান্না দিলে



ফুল না নিলে ফুল হারাবে, কূল হারাবে

হৃদয় জুড়ে উড়তে থাকা প্রজাপতির

ডানা ভাঙ্গবে। নদীর স্রোতে ভেসে যাওয়া

সাদা সাদা কাশফুলেরা নীল হবে,

ফুল না নিলে ভুলেরা সব দখল করবে

কবির সরব বসত ভিটা। ঘুঘু চড়বে।



অবুঝ বালক ফুল কিনেছে তোমার জন্য।



ফুল নিলেনা, কান্না দিলে ফুলের বদলে



বুঝ বালিকা, তুমি ছিলে ফুলের রাণী

ভুল করলে আমার ফুল ফিরিয়ে দিয়ে

এখন আমার কান্না নেবে, নিতে পারো

কিন্তু তোমার সাধ্য কোথায় কান্না রাখবে?



বুঝ বালিকা, ফুলের বদলে কান্না দিলে???



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৬

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ভাই, এটা আপনার কবিতা !

প্রশ্নটা বিস্ময়ের , কিছু মনে করবেন না ! দারুণ লিখেছেন , দারুণ ! মনে হলো, হেলাল হাফিজের কবিতা পড়ছি ।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৪

এহসান জুয়েল বলেছেন: জ্বী ভাই, এ অধমেরই লেখা। হেলাল হাফিজের সাথে তুলনা কইরা লজ্জা দিলেন ভাই। চাইয়া দেখেন কেমন লাল হইয়া গেলাম !!!!!!!! অশেষ ধণ্যবাদ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৭

হঠাৎ বলেছেন: দেশী দাদা, ফেলাস।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৪

এহসান জুয়েল বলেছেন: আপনার হঠাৎ হঠাৎ দেয়া + ভালোই লাগে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.