![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারে খুজে বেড়াই আলোর দিশা
পুরাণ ঢাকার যে কত রকমের ঐতিহ্য তার কোন ইয়ত্তা নেই । একেক ঐতিহ্যের নাম একেক রকম । একেক দিনকে নিয়ে তৈরি হয়েছে এককটি উত্সব । বহুকাল ধরে চলে আসা এমনই একটি উত্সব এর নাম সাকরাইন উত্সব । পৌষ মাসের শেষ দিনটিতেই মূলত এটি পালন করা হয়ে থাকে ।
এ উত্সবের মূল আকর্ষণ যেটি সেটি হচ্ছে ঘুড়ি উড়ানো । দিনব্যাপী ঘুড়ি উড়ানো আর সন্ধা বেলা আগুন কেরসিনের খেলার এক বিশেষ আকর্ষণ থাকে এতে ।
মাঞ্জা, কান্নি, গোত্তা খাওয়া, ধন্নি, দুরদুরি ইত্তাদি হরেক নামে ঘুড়ি উড়ানো হয়ে থাকে । ঘুড়ি উড়ানোর যে কি আনন্দ তা আজকের দিনে এসে উপলব্ধি করার ক্ষমতা আমাদের নেই । দিনভর ঘুড়ি উড়ানোর পর সাঝবেলায় শুরু হয় আগুন কেরসিনের সাথে খেলা । মুখে কেরোসিন নিয়ে একটি ম্যাচের কাঠিকে জ্বালিয়ে সামনে রেখে বিশাল আকারে ফু দিলে দেখা যায় আগুনের উড়ে যাওয়া ।
আসলে আজকের এই যুগে এসে আমরা পুরোপুরি প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছি । ভুলে যাচ্ছি আমাদের সেই পুরোনো ঐতিহ্যকে । হারিয়ে যাচ্ছে আমাদের ইতিহাস । সেই ইতিহাসকে ধরে রাখার প্রয়াস প্রতি বছরই করা হয় । তবু দিন দিন কিসের যেন এক ভাটা দেখা যাচ্ছে সবকিছুতে ।
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩
আহমাদ জামীল বলেছেন: সঙ্গী হবে আমাদের হাতের মুঠোর বিষাক্ত জিনিসটি
২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: নতুন কিছু জানলাম
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪০
ঢাকাবাসী বলেছেন: আমার জানা মেতে সাকরাইন শব্দটির আসলে ঢাকাইয়া উচ্চারণ হাকরাইন। এটা এসেছে পৌষ 'সংক্রান্তি' থেকে। সংক্রান্তি শব্দ ঢাকায় হংক্রান্তি থেকে ধীরে ধীরে হাকরাইন হয়ে যায়। এই জনপ্রিয় ঢাকাইয়া উৎসবটি ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪
আহমাদ জামীল বলেছেন: কয়দিন পর পুরোপুরি না থাকার সম্ভাবনা বেশি
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪১
ঢাকাবাসী বলেছেন: আমার জানা মতে সাকরাইন শব্দটির আসলে ঢাকাইয়া উচ্চারণ হাকরাইন। এটা এসেছে পৌষ 'সংক্রান্তি' থেকে। সংক্রান্তি শব্দ ঢাকায় হংক্রান্তি থেকে ধীরে ধীরে হাকরাইন হয়ে যায়। এই জনপ্রিয় ঢাকাইয়া উৎসবটি ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
আহা রুবন বলেছেন: একদিন হয়ত আমরা দলগত-আনন্দ-ফুর্তি করা ভুলে রামগোরুর ছানা হয়ে যাব।