| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ শরীর আমার না- তবুও কবে যেন আসিয়া বলেছিলে তিমিরে মাঝামাঝি ব\'সে
পৃথিবীর প\'রে,
তবু-তুমি আমারে ছাড়াই জীবন অগাধ শুয়ে রবে মাঠে মাঠে ঘাসের বিছানায়
একদিন- আমাদেরও মাঠ চোষে বেড়ানোর কথা হয়েছিল কোন...
সারি সারি ডালপালা
সাদা সাদা বক
মহিষের পিঠে
ধূসর ঘুঘু -
চেনা জানা কোন সংলাপ
অকপটে তবু শূন্য খাদে ;
প্রেম বেচে যায় কোনো বেশ্যা ।
আমাকে কতগুলো বীজ দাও,
একবাগান ফুল দিবো তোমাদের।
আমাকে একজন আদর্শ মালিনী দাও!
(২৪ অগ্রহায়ণ ১৪২৩ বঙ্গাব্দ)
রাত্রিতে বসে থাকি একা-
যুদ্ধ থেকে যুদ্ধের অদলে,
একা একা বড় হ\'য়ে;
আধাঁরে তার কিঞ্চিত আঙ্গুল ঢাকা-
পাখি সব না\'চে সব,ফুটন্ত বিলেঝিলে
গহীন বনে হাত\'পা নেড়ে-একা ভাল্লুক হাসে!
জীবনের চৌচিরতা ঢের মনে পড়ে
নিকটের কোষ্ঠকাঠিন্য সময়ের বিপরীতে।
মৃত্যু অবিকল সীমানা পেরিয়ে
হেঁটে যায় ভাস্কর্যের মুখোমুখি,
বসবার তরে!
ধীরে ধীরে মুখোশ উন্মোচিত হবে মুখ লুকাবার
শয়তান ভেবে কালেমায় বাঁধবার
তবুও-ব\'লে যায়নি কতিপয় যুবকের দল,
অমন ঘোষণা কিংবা বাণী-
মৃত্যুর পরও তোমায় বেচে কিনে খাবে রাষ্ট্র।
তবু-
আজ বিলিয়ে দিলাম ভাতের রাজনীতি!
আমি বোধহয় সে\'ই, যার কেবল মরে যাওয়ার সুযোগ হয় উদাসী দ্রোহে,
পিছলায়ে পরা নরম ঘাসের দৌড়
আমি হয়তো সে\'ই- যাকে কোলাহলে গিলে খায় মদদত্ত
গ্রীবার অস্ফুট ব্যথায়-
নোনা নোনা খেলা চলে গ্রামে গ্রামে,
ও\'কার লাশ...
তোমাদের প্রিয় মানুষেরা ম\'রে যাবে চোখের ভেতর
ইলেক্টিসিটির মতন তুমিও অন্ধ হয়ে যাবে,
বার্ডস ফলো দ্য স্কাইয়ের নাগরিক হ\'য়ে!
শরীর জুড়ে রক্তফেনা লেগে আছে-
সান্নিধ্য হয়েছি- মুখআকাশ কালো কাপড়ে বাঁধা,
ছেয়ে গেছে রক্তে পটভূমি
হে প্রতিভা গোষ্টি!
বাজারে কি রক্তের দাম কমে গেছে,
নষ্ট প্রেম কামুক ক\'রে গেছে দু\'নয়ন!
কোথায় সেইসব বিস্ময় - বিস্ময়ের মাঠ জুড়ে ফেরিওয়ালার ছন্দে অন্তরঙ ,
প্রজাতির উড়ে যাওয়া;
জীবনের ঢের মেলামেশা আজ সজনের ডালে গিয়ে জন্ম নিয়েছে -
স্ফীত,
জীবনের যত লেনাদেনা - স্মৃতিগুলো অভিনব পুরুষের মতন কল্পকাহিনী।
দুটি...
তোমারে দ্যাখতে পাওয়াগুলি এখন আর দ্যাখেনা- দ্যাখতো, যদি-না দ্যাখার কোন প্রাইরোটি থাকতো।
একটা ক্ষুদে সকালবেলা তোমারে ভাবি,না দ্যাখা স্মল সকাল।
তুমি পিঁড়ি পাইতা উঠনে বইসা আছিলা- তোমার কায়াগুলি দৌড়াইতেছিল,
তুমি আমারে ফিরাও দ্যাখলানা।
কিছু...
অন্ধকার আর মানুষের শরীর; আলোতে দ্যাখা যায়-
জীবনের পুরো সময় ভীষণ ভয়াবহ,
আমাদের পুরো সংসার আর ওরা, ভীষণ একা!
জীবনের অর্ধেক সময় সঙ্গম নিরাশায় ঘরবাধি।
মানুষের স্বপ্ন কেঁচোদের শরীরের মত মিহি,
বরশি\'তে গেঁথে চলে যায়...
©somewhere in net ltd.