নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাহ্... এক বোকা যুবক! বিবেকের তাড়নায় জেগে উঠতে চাই! কিন্তু.... বাস্তবতা!

বোকা যুয়ান

আম পাবলিক

বোকা যুয়ান › বিস্তারিত পোস্টঃ

ঘামের দাম দিয়ে যা.......

০২ রা মে, ২০১৬ রাত ১০:০০

আমার রক্ত পানি করেছি, ঝরছে হয়ে ঘাম!
আমার দেহ ধুলায় লুটেছে,
মেলেনি শ্রমের দাম!
তোমরা আমাকে শ্রমিক করেছ, ভেবেছ নিজের দাস!
দেখনি আমার ক্ষুদিত রোদন, বুক চাঁপা হাহুতাশ!
ঠেলেছ পাছে দলেছ পায়, করিনি তো প্রতিবাদ! আমার কাঁধেই তুলেছি তোমার, ঠেলে দেয়া অপবাদ!
আমার অশ্রু দেখনি তুমি, ভেবেছ দেহের ঘাম,
নিজেই তুমি নায়ক হয়েছ, আমায় করেছ ভাম!
তোমায় আমি স্বর্গে তুলেছি, নিজেই নরকে গিয়ে,
আমাকেই তুমি মানুষ ভাবোনি, জ্বেলেছো চুলোয় নিয়ে!
জন্ম আমার আজন্ম পাপ, শ্রমিক পরিচয় নিয়ে,
তোমাকে এবার ফিরতেই হবে, ঘামের দামটা দিয়ে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ রাত ১০:১৪

হুকুম আলী বলেছেন: জন্ম আমার আজন্ম পাপ, শ্রমিক পরিচয় নিয়ে,
তোমাকে এবার ফিরতেই হবে, ঘামের দামটা দিয়ে!


দারুণ লেখা

২| ০৫ ই মে, ২০১৬ রাত ২:৩৪

বোকা যুয়ান বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.