![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে
আমাদের দেশে দুর্নীতি অনেকটাই এ তো হতেই পারে, অথবা দুর্নীতি না করে এই বাজারে বেঁচে থাকা খুব কঠিন এটা যেন সবাই মেনেই নিছে। কথা হল দুর্নীতির চিন্তাটা আসে কখন। যার রক্তে দুর্নীতি তার ব্যাপারে কিছু বলার নাই সে করবেই কিন্তু অনেকে আছে যারা হয়তোবা দেশের অবস্থার দিক তাকিয়ে পরিবারের নিরাপত্তার সেটা আর্থিক হোক অথবা সামাজতা যাই হোকনা কেন দুর্নীতিকেই একমাত্র সম্বল মনে করে। আমরা সবাই জানি যে আমাদের দেশে টাকা না থাকলে সমাজে মূল্য নাই, কোন বিপদে পড়লে যেমন পরিবারের উপার্জনক্ষম লোকটি মারা গেলে পরিবার যখন অকূল পাথারে পরবে তখন রাষ্ট্র দায়িত্ব নেবেনা, পরিবারটি পথে বসবে আর যদি আর্থিক অবস্থা ভাল হয় তবেই শুধু ভালভাবে থাকতে পারবে। একি অবস্থা বিচার এর ক্ষেত্রে । যাদের টাকা নাই তারা শুধু শিকার এ হবে বিচার পাবেনা এদেশে । এতগুলো কিন্তু একটি মানুষকে যার দুর্নীতি করার সুযোগ আছে হয়তো অতটা ইচ্ছা নাই হয়তোবা সে দুর্নীতিতে জড়াতে চায় ও না তারপর সে পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করে, নিজে পরিবার নিয়ে ভাল থাকতে, টাকা থাকলে সবাই সমিহ করে চলবে সেটা পেতে, পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এখন করি পরে তউবা করে নিব এমন এক্তা চিন্তা করে দুর্নীতিতে জড়িয়ে পরছে। আমরা যদি টাকা না দেখে যার যার প্রাপ্য সম্মান দিতে পারতাম, সামাজিক নিরাপত্তা তা নিশ্চিত করতে পারতাম তাহলে হয়তো দুর্নীতিতে সমগ্র দেশ এইভাবে নিমজ্জিত হতনা, আমরা অনেক ভাল একটা অবস্থানে থাকতে পারতাম। দুর্নীতি অবশ্যই খারাপ, শাস্তিযোগ্য অপরাধ, এর পক্ষে কন ব্যাখ্যা হতে পারেনা কিন্তু আমাদের দেশের বাস্তবতায় মানুষ এটাকে অনেকটা মেনে নিছে এটাই দুর্নীতি বন্ধের পথে সবচেয়ে বড় বাধা।
©somewhere in net ltd.