![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে
অদ্ভুত এক শাস্তির কথা শুনলাম, লন্ডনে এক লোককে ১০ বছর নারীর সাথে কথা বলতে নিষেধ করেছে আদালত ।যৌন হয়রানির দায়ে লন্ডনে এক ব্যক্তিকে ১০ বছরের জন্য অচেনা কোনো নারীর সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন আদালত। ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের কাম্বরিয়া কাউন্টির একটি আদালত এই রায় দেন।
ডেভিড ডেলাহানটি নামের ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি প্রকাশ্যে কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে পারবেন না। যদি তিনি কোনো অপরিচিত নারীকে শুধু ‘হ্যালো’ বলেন, তা হলে তাঁর পাঁচ বছরের বেশি সময় কারাভোগ করতে হবে।
‘দ্য সান’ পত্রিকার বরাত দিয়ে আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘দ্য সান’ পত্রিকার খবরের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, ডেভিড বাসস্ট্যান্ডে দাঁড়ানো অপরিচিত এক নারীর (বয়স বিশের ঘরে) গালে চুমু খান এবং তাঁকে ‘সুদর্শনা’ বলেন। তিনি ওই নারীর কাছে নিজেকে সদ্য কারাভোগ করা ধর্ষক বলে পরিচয় দেন, যা ছিল মিথ্যা। এ ঘটনায় আদালত তাঁকে এ শাস্তি দেন।
আদালত বলেন, ডেভিডের এ কাণ্ডে ওই তরুণী খুব বিরক্ত হন এবং ভয়ও পান। আদালত তাঁকে নয় মাসের স্থগিত দণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে ১২০ ঘণ্টা সামাজিক কাজে নিয়োজিত থাকারও নির্দেশ দেন। তাঁর নাম যৌন অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দুঃখ লাগলো এটা চিন্তা করে যে ইশ আমাদের দেশেও যদি এমন শাস্তি দেয়া যেত!!!
সূত্র - প্রথম আলো
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
আহসান ০০১ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
১১স্টার বলেছেন: