![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে
বিনা ভিসাতে বিদেশ ভ্রমন
শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! জি, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।
ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা), শ্রীলংকা (৩০ দিন), দ: কোরিয়া (৯০ দিন), আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস), মালাউই (৯০ দিন), সেশেল (১ মাস), আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন), হাইতি (৩ মাস), গ্রানাডা (৩ মাস), সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস), সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস), টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন), মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন), ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস), কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন), নাউরু (৩০ দিন), পালাউ (৩০ দিন), সামোয়া (৬০ দিন), টুভালু (১ মাস), নুউ (৩০ দিন), ভানুয়াটু (৩০ দিন) এবং মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার), জর্জিয়া (৩ মাস), লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার), মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন), নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার), সিরিয়া (১৫ দিন), পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার), আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ), মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার), টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।
ফ্লাইট, টিকিট, হোটেল ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে
http://travel.yahoo.com/
http://www.airfare.com/
http://www.farecompare.com/
এসব ওয়েবসাইট থেকে।
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।
এ বিষয়ে কারও কোন সন্দেহ থাকলে google এ search দিয়েও যাচাই করে নিতে পারেন। তবে তা ইংরেজিতে আসবে। এটা বলার কারণ আপনাদের জন্য কষ্ট করে কোন গুরুত্বপুর্ণ তথ্য যোগাড় করে পোষ্ট দিলে তা অনেকেই ভূয়া বলে উড়িয়ে দেয়
সংগৃহীত
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
দাদুভাই বলেছেন: ভালো খবর দিলেন. ভূটান আর নেপাল জানতাম,
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
ভুল উচ্ছাস বলেছেন: লাইক দিলাম।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল পোষ্ট।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:১৩
আহসান ০০১ বলেছেন: ধন্যবাদ আপু
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
সাইফ বাঙ্গালী বলেছেন: সিরিয়ায় যুদ্ধাবস্থার পরেও কি এই সুযোগ আছে?
পোষ্টের জন্য ধন্যবাদ +
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:০৪
আহসান ০০১ বলেছেন: যদি কেউ যাইতে চায়
৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
আব্দুল্লাহ নাটোর বলেছেন: ভাই ঢাকা যাবার গাড়ি ভাড়া নাই । ওইসব দেশে যামু কেমতে । তয় ইচ্ছা আছে প্রিয়তে রাখলাম
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:০৩
আহসান ০০১ বলেছেন: ভাই নাটর থেকে ভাড়া খুব বেসি হবেনা, ১ মাস ইন্টারনেট নয়া চালায়া অই টাকায় ঢাকা আইসা পরেন
৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
আব্দুল্লাহ নাটোর বলেছেন: ভাই ঢাকা যাবার গাড়ি ভাড়া নাই । ওইসব দেশে যামু কেমতে । তয় ইচ্ছা আছে প্রিয়তে রাখলাম
৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
দাদুভাই বলেছেন: কুরিয়া কি ভিসা লাগেনা। তবে তো বাংলার মানুষ বসে থাকার কথা না
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:০১
আহসান ০০১ বলেছেন: কিছু একটা সিস্টেম তো করে রাখসে যাতে বের করতেও টাইম নয়া লাগে, মাঝ দিয়া লাখ টাকা খরছ ফাও ফাও
৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:০৪
প্রতিবাদকন্ঠ বলেছেন: আসলেই কি সত্যিই ভাই?? আমি কিন্তু ব্যাপারটা আসলই জানিনা
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩৪
আহসান ০০১ বলেছেন: এই সুজগ, কই যাবেন যান জলদি
১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:১০
আনমনে বলেছেন: ভালো তথ্য +++++++
১১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩১
আমি তুমি আমরা বলেছেন: খুবই ভাল পোস্ট। কেবল বাংলাদেশী পাসপোর্ট দিয়েই কোন দেশ ভ্রমন করা যেতে পারে এ বিষয়ে কোন ধারনা ছিল না। জানানোর জন্য ধন্যবাদ।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩৮
আহসান ০০১ বলেছেন: ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য
১২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩৯
লিন্কিন পার্ক বলেছেন:
আপনার পোস্ট পড়ে শ্রীলঙ্কা যাইতে মন চাইতাছে
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:০০
আহসান ০০১ বলেছেন: ভাই শুধু ভিসা লাগবেনা প্লেন ভাড়া পাসপোর্ট এর খরচ হোটেল খরচ এইগুলা কিন্তু বহুত
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:১৫
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভাইগো এই গুলান ১৯৯৯ এর তথ্য। অহোন ট্রাই মাইরা দেইখেন, এমুন অবস্থা হইবো যে নিজেরে নিজেই চিন্তে পারবেন না। বেশী লাগবোনা কুরিয়া ট্রাই কইরেন। ইউরোপের বা আম্রিকার কোন দেশের অধীন কোন দ্বীপ রাষ্ট্রেই ২০০৫ এর পর থেকে ভিসা ছাড়া যাওন যায়না।
বর্তমান তথ্য হইলো দুই একটা বাদে বেশীরভাগ গুলাতেই যাওন সম্ভব না। আর যেই গুলাতে যাওন সম্ভব, সেই গুলাতে আমাগো ইমিগ্রেশন এলাউ করবেনা। যদিও এলাউ না করা কোন আইনসিদ্ধ বিষয় না।
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:২১
আহসান ০০১ বলেছেন: শেষের দিক এই বেপারে কিছু বলা আছে, যেহেতু নিজে যাইনাই তাই শিওর হইতে পারলাম না , পুরাটাই শুধু তথ্য যেটা সত্যি বলেই মনে হইসে
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:২৪
কালো স্বপ্ন বলেছেন: আমি গানা যামু
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:২৭
আহসান ০০১ বলেছেন: নাম দেইখাই বুঝচ্ছি আর কইতে হইবনা
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:২৯
হাঁড় = ঘাঁড় বলেছেন: কিছু ব্যতিক্রম ছাড়া সবগুলাই আকারে ছোট এবং পর্যটন দেশ।
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৩০
মহাবিরক্ত বলেছেন: হুম.। এইবার তাইলে পরজতক হইয়াই গেলাম
১৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
ব্লগ ৪১৬ বলেছেন: জানা গেলো অনেক কিছু।
১৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০
ব্লগার রানা বলেছেন: sundor news!!!!!!!!! kp varde jaoar issa onek diner
২০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭
জাহিদ হাসান বলেছেন: চোখ কপালে উঠে গেল । এই রকম তথ্য তো জানতামই না । ধন্যবাদ আপনাকে । আপনারাই ব্লগকে শিক্ষার অংশ করে তুলেছেন ।
২১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭
দি সুফি বলেছেন: বিশ্বে এমন কোনো দেশ আছে, যেই দেশে যাতে কোনো টাকা-পয়সা লাগবেনা?
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭
আহসান ০০১ বলেছেন: হ ম আছে, স্বদেশ,কুনো টাকা লাগবনা ভিসা পাসপোর্ট ও না
২২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩০
নীল সময় বলেছেন: ভালো
২৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯
jotejoy বলেছেন: খুবই ভাল পোস্ট।
২৪| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:০১
জুবায়ের বিন লিয়াকত বলেছেন: ভাল পোস্ট।
২৫| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৮
েবনিটগ বলেছেন: +
২৬| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৮
েবনিটগ বলেছেন: +
২৭| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩২
সুমন জেবা বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ +
২৮| ২১ শে মে, ২০১৩ দুপুর ১:৩৯
মেকগাইভার বলেছেন: ভাই আমি নিজে এগুলা অনেক আগেই ট্রাই মারসি, বিশেষ করে ইউরোপ আর আমেরিকার কাছাকাছি দেশগুলা। তাও আবার ৬ বছর আগের কথা ।
১ নং সমস্যা হলো যে এগুলার বেশিরভাগ গুলোতে যেতে হলে লাগবে মাল্টিপেল এয়ারলাইনস টিকেট কারন অনেক গুলো দেশ আর এয়ারলাইনস চেন্জ না করে আপনি দূরের দেশ গুলার টিকেট পাবেন না। আমেরিকার আইল্যান্ড গুলার টিকেটের দাম পরবে ৪-৫ লাখ টাকা। তারপর আবার লাগবে ইউরোপ বা আমেরিকার ট্রানজিট ভিসা। আর ধরাটা খাবেন সেখানেই।
২ নং সমস্যা হলো ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন । তাদের কে আগের থেকেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঘূষ দিতে হবে। সব মিলিয়ে আপনার যে টাকা খরচ হবে সেটা দিয়ে ডাইরেক্ট ইউরোপ বা আমেরকার ভিসা পাবেন দালালের মাধ্যমে।
২৯| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:১৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি সম্ভবতঃ এই পোস্টটি কপি পেস্ট করেছেনঃ
বিনা ভিসাতে বিদেশ ভ্রমন
২৪ শে মে, ২০১৩ রাত ১২:১৯
আহসান ০০১ বলেছেন: আমি ফেসবুক এঁর একটা পোস্ট থেকে কপি করসিলাম, এটা থেকে না
৩০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৪
আমি অতি সাধারণ বলেছেন:
৩১| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬
রিভানুলো বলেছেন: খুবই দরকারি পোস্ট। প্রিয়তে
৩২| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫
কাউন্সেলর বলেছেন:
+++++++++++++++++++++++++++
৩৩| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬
মুদ্দাকির বলেছেন: ভাই ফিজি যাওয়া যাবে ?????????
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৩
আহসান ০০১ বলেছেন: ট্রাই মাইরা দেখেন
৩৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫
দেবার্নব রায় বলেছেন: PLEASE REMOVE THIS POST AS THIS IS NOT TRUE AND CONFUSING PPL.....
৩৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
রন৬৬৬ বলেছেন: @Deba Roy: This post should not be removed as majority people likes the article. It is not confusing at all. Very simple. We need to follow the rule of thumb : ' Majority rules the minority.'
৩৬| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
চিরতার রস বলেছেন: কুনো দেশে যদি নৌকা দিয়া ঢুকি তাইলে কি ভিসা লাগবো ?
আমি নৌকা বাইয়া অষ্ট্রেলিয়া যাইতে চাই।
পোস্টে প্লাস।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
আহসান ০০১ বলেছেন: নৌকা নিয়া পারবেন যদিনা তাদের কোস্ট গার্ড না দেখে
৩৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
ইজীটক বলেছেন: Congo যাইতেও ভিসা লাগেনা ।
৩৮| ১৬ ই জুন, ২০১৪ রাত ১:১৭
আহসানের ব্লগ বলেছেন: থ্যানকু
৩৯| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩০
ূথ‚ত্য বলেছেন: +++++++++++++++++++
৪০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আরে ওয়াও! অশেষ ধন্যা। প্রিয়তে নিলাম ।
৪১| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৪
আমি মিন্টু বলেছেন: নতুন কুন খবর আছে কি ভাই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
মওদুদ মোমেন মিঠু বলেছেন: ধন্যবাদ। কাজে দিবে।