নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন স্বপ্নচারী

আহসান ০০১

সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে

আহসান ০০১ › বিস্তারিত পোস্টঃ

গিগাবিট গতির ব্রডব্যান্ড !!!!! আমিতো ৫১২ নিব বইলা নাচানাচি করতেসি টাকার অভাবে নিতে পারতাসিনা :( সব সুবিধা খালি আমেরিকায় :(

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৪

ব্যাবহার করি বাংলালিঙ্ক এর আনলিমিটেড, স্পীড পাই ২০ করে । অনেকদিন ধরে ওয়াইমাক্স নিব নিব কইরা ও টাকার অভাবে ৫১২ ২৫ জিবি নিতে পারতাসিনা, আজ সকাল সকাল খবর টা পইরা দুঃখ আর ও বাইড়া গেল :(





বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের গিগাবিট গতির সেবা চালু হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, অস্টিন, ক্যানসাস, মিসৌরিতে সম্প্রতি উচ্চগতির এ ইন্টারনেট সেবা চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ গতির ইন্টারনেটের মাধ্যমে এ অঞ্চলের ব্যবহারকারীরা ইন্টারনেট টিভি দেখা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা পাবে বলে মনে করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি স্থানে এ সুবিধা চালু হলেও আগামী বছরের মাঝামাঝি পূর্ণাঙ্গভাবে এ সেবা চালু হবে বলে জানিয়েছে গুগল।

বর্তমান ইন্টারনেটের গতির তুলনায় প্রায় শতভাগ বেশি গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা ব্যবহারের মাধ্যমে দুই শতাধিক হাই ডেফিনেশন টেলিভিশন দেখার সুযোগ পাবে ব্যবহারকারীরা। ইতিমধ্যে গুগল ফাইবারের এ সুবিধা গ্রহণের জন্য বেশ কিছু ইন্টারনেট টিভি দেখার সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইন্টারনেটে গতির এ ব্যাপারে ব্যবহারকারীদের জানানোর ক্ষেত্রে শিগগিরই সংবাদ সম্মেলন করবে গুগল। ইন্টারনেট ব্যবহারের এ অভিজ্ঞতার ক্ষেত্রে গুগলের এমন উদ্যোগ বেশ প্রশংসনীয় বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, গুগলের মতো বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে এগিয়ে আসা উচিত আরও বেশি করে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৪

রিফাত হোসেন বলেছেন: গিগা বাইট গতি তো প্রথম গুগল চালু করে নাই সম্ভবত ! আরও আগে সম্ভবত ।

ভিয়েনার কয়েক জেলাতে গিগা বাইট গতির সেবা দিয়ে থাকে !

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

আহসান ০০১ বলেছেন: কি জানি , আমি কিলোর বেপারি গিগার খবর ওট জানিনা :(

২| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৯

রিফাত হোসেন বলেছেন: গিগা বিট'#

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮

তামিম ইবনে আমান বলেছেন: বাংলাদেশ রে কেউ গুনেনা ক্যান রে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.