![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে
সাড়ে ১০ ফুট লম্বা এক অজগরের সঙ্গে লড়াই করে অক্ষত অবস্থায় ফিরেছেন টমি ওয়েনস নামের এক ট্যুর গাইড।
সম্প্রতি ডিঙ্গি নৌকা ভ্রমণকারী চার সদস্যের একটি পরিবারের গাইড ছিলেন টমি ওয়েনস ও টমি ওয়েনস ও তার সহযোগী ওয়ারেন ওর্টম্যান।
ভ্রমণের এক সময় ভ্রমণকারীদের একজন সাপটিকে দেখতে পান।
এভারগ্লেডস অ্যাডভেঞ্চার ট্যুরসের গাইড টমি বলেন, “সাপটির ওপর ঝাপিয়ে পরার আগে আমি বুঝতে পারিনি, সাপটি এতো বড়। সাপটি ধরার পর আমি বুঝতে পারি সাপটি আমার থেকে অনেক বেশি শক্তিশালী ও বিশাল।”
এনবিসি২ কে দেওয়া সাক্ষাৎকারে সাপটি আমার এক হাতে কুণ্ডলী পাকিয়ে ছিল এবং আমি অন্য হাত দিয়ে সাপটিকে ছাড়ানোর চেস্টা করছিলাম। আমি তখন শুধু চিন্তা করছিলাম সাপটিকে বার বার আঘাত করতে হবে।”
ওয়ারেনের সহায়তায় সাপটিকে ছাড়াতে সক্ষম হন টমি।
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪
সািহদা বলেছেন: টমি ওয়েনস সাহস আছে বটে।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯
সাদা রং- বলেছেন: যাক শেষ পর্যন্ত কেও মারা যায় নাই।