নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নমস্কার পাঠক, সামহোয়্যারের এই ব্লগে ঐশিকা আপনাকে স্বাগত জানায়। জীবনের নানা হাসি-কান্না, দুঃখ-বেদনার ইতিহাসে লেগে থাকে কতই না কাহিনী। সেসব কিছু নিয়েই আমার এই ব্লগ। সত্য-কল্পনার মিশেলে কিছু গল্পের ব্লগ। যদি পাঠকের ভাল লাগে। নিজেকে সার্থক বলে মনে করব।

ঐশিকা বসু

নমস্কার পাঠক, সামহোয়্যার ব্লগে ঐশিকা বসু আপনাকে স্বাগত জানায়। জীবনের নানা হাসি-কান্না, দুঃখ-বেদনার ইতিহাসে লেগে থাকে কতই না কাহিনী। সেসব কিছু নিয়েই আমার এই ব্লগ। সত্য-কল্পনার মিশেলে কিছু গল্পের ব্লগ। যদি পাঠকের ভাল লাগে। নিজেকে সার্থক বলে মনে করব। অনেক গল্পসল্প লিখুন, আর পড়ুন। বাংলা সাহিত্যকে টিকিয়ে রাখতে দেশ-কাল নির্বিচারে সকলেরই সাহায্য প্রয়োজন। তাই আমি এক ভারতীয় হয়েও আপনাদের সঙ্গী হতে হাত মেলালাম। আশা করি আপনাদের প্রত্যুত্তরও হবে ইতিবাচক। ধন্যবাদ।

ঐশিকা বসু › বিস্তারিত পোস্টঃ

শাদা ভাত

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৭

সাদা ভাত,
ভেবেছিলাম তোমাকে চিঠি লিখবো,
কিন্তু কথাগুলো ঠিক সাজিয়ে নিতে পারছিলাম না।
মন্দভাগ্য আমি, তোমার তেজ বুঝিনি,
তোমার ভেতরে আগুন যে আছে
তাকেও আমি খুঁজিনি।

কি-ই বা সামর্থ্য একতিল ঐ সাদা ভাতের?
অফুরান চাল যখন থাকে বস্তায় বস্তায় বন্দী,
তখন আর কি ভাবনা!!

আমি তো তোমার ঠিকানাই ভুলেছিলাম
তোমার স্বরূপ আমি জানি না সাদা-ভাত -
আমাকে ক্ষমা করো।
আমি তো সত্তরের সেই দিনগুলো দেখিনি,
আনন্দমঠে দেখেছি শুধু,
আমি তো তেতাল্লিশের সেই ‘ফ্যান দাও’ শুনিনি
নবান্নে পড়েছি কেবল।
তোমার স্বরূপ এতো ভয়ঙ্কর!!!



সাদা-ভাত, প্রিয় আমার,
যদি মানুষের ক্ষুধাই না নেভাবে,
যদি তাদের পুড়তে থাকা আত্মাকেই না বাঁচাবে,
তবে গুদামঘরে মজুত থাকার কেন এই আয়োজন?
মানুষ কি তবে কেড়ে নিতে ভুলে গেছে?
আর কি মনে পড়ে না তাদের তেতাল্লিশের ঐ দিন?

শাদা-ভাত, দিন আসছে,
তোর ঠিকানা খুঁজে নেবো ঠিক,
ভুখা পেটে সইবো না বেশিদিন
সবাই মিলে বের করে আনবো তোকে,
গায়ের জোরে টেনে হিঁচড়ে, রক্তপাত ঘটিয়ে
শ্রমব্যয় করে, বহু দিনের সাধনার পরে
ঠিকানা তোর পাবোই আমরা, পাবোই।

তুই প্রস্তুত থাকিস।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৮

দজিয়েব বলেছেন: খুব সুন্দর লিখেছেন। মানিকের একটা গল্প আছে 'ছিনিয়ে খায়নি কেন?', মনে পড়ে গেলো।

১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৬

ঐশিকা বসু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।
দশে সাত দিলাম।

১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৬

ঐশিকা বসু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৫

নেওয়াজ আলি বলেছেন: দুর্দান্ত , নিখুঁত প্রকাশ।

১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৬

ঐশিকা বসু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ১১ ই আগস্ট, ২০২০ সকাল ৮:১৭

পদাতিক চৌধুরি বলেছেন:

চমৎকার অভিব্যক্তি।
কাব্যে ভালোলাগা।
পোস্টে দ্বিতীয় লাইক।
শুভেচ্ছা নিয়েন।

১৭ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩৬

ঐশিকা বসু বলেছেন: ধন্যবাদ দাদা। আপনাদের মন্তব্যই আমাকে কবিতা লেখায় উৎসাহিত করছে। ভালো থাকুন।

৫| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:৫২

জাওয়াত আররাজ বলেছেন: আমিও বুঝিনি, 'ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো।'- এ লাইনের অর্থ। বুঝিনি 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।' বুঝিনি কিভাবে পথপাশে, হাজার মানুষের আসা যাওয়ার মাঝেও শান্তির এক ঘুম দেয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.