নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অথৈ আকাশ জুড়ে অরূপ শূণ্যতা শুধু!

আজম মাহমুদ

আপাতত অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভলোবাসা ছাড়া উপায় দেখি না। -নির্মলেন্দু গুণ। থাকি রাজশাহীতে। ফেসবুক: www.facebook.com/ajom4u

আজম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কি ইন্টারনেট মডেম কিনবেন এবং কেন?

০৮ ই মে, ২০১০ দুপুর ১২:৩১



আপনি ইন্টারনেট ব্যবহার করে কতোটুকু শান্তিতে আছেন তা অনেকটা নির্ভর করে আপনার শখের মডেমটির উপর বিশেষ করে যারা ব্রডব্যান্ড নেটের আওতার বাইরে থাকেন। এক্ষেত্রে জিপিআরএস এবং এজ মডেম কিংবা সিটিসেল জুম মডেম একমাত্র ভরশা। কিন্তু কোন মডেমটি নিলে আপনি সর্বাধিক স্প্রিড পাবেন এবং ঝামেলাহীন ভাবে ব্যবহার করতে পারবেন তা জানা দরকার। গ্রামীণফোন ইদানিং যে মডেমগুলো দিচ্ছে- ভুলেও কেউ এগুলো নিবেন না। কেননা অভিজ্ঞতার আলোকে বলছি- এর ডিজাইনটা খুব ষ্টাইলিস, আকারে অত্যন্ত ছোট, প্লাগ এন্ড প্লে। কিন্তু স্পিড অত্যন্ত বাজে। কানেক্ট হতে চায় না। বেশ কয়েক বার কানেক্ট করার পর এটি কানেক্ট হয় এবং কিছুণ চলার পর ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু সেই তুলনায় একটি বিশ্বস্ত মডেম হলো ‌'মবিডাটা'। এই মবিডাটা মডেম প্রথমে গ্রামীণফোন দিতো কিন্তু এখন আর দেয় না। এটি আপনি কম্পিউটার যে কোন বিক্রয়কারী দোকানে খোঁজ করলেই পাবেন। বর্তমানে মবিডাটার এমবিডি-১০০ইইউ মডেলটি মার্কেটে পাবেন এটি অত্যন্ত ফাষ্ট। এটির মূল্য প্রায় ৩২৫০/- টাকা। এটি আপনাকে গ্রামীণফোন কিংবা বাংলালিংকের মডেমের মতো প্লাগ এন্ড প্লে সুবিধা দিবে না কিন্তু স্পিড দিবে। এছাড়া যারা সিটিসেল জুম ব্যবহার করতে চান তারাও কম্পিউটার দোকানে গিয়ে দেখে-শুনে ভালো মডেমটি কিনতে পারেন। কারণ সিটিসেল যে মডেম দেয় তার চেয়ে ভালো সিডিএমএ মডেম বাজারে পাওয়া যায়।



দেশে মোবাইল কোম্পানী গুলোর কলরেটে যে তেলেশমাতী কারিশমা রয়েছে কোম্পানীগুলোর সরবরাহকৃত ইন্টারনেট মডেমটিও তার একটি অংশ। তাই আপনার প্রিয় মডেমটি কেনার আগে একবার ভেবে চিন্তে সাইজে একটু বড়, ভালো ব্রান্ড এবং অভিজ্ঞজনের পরামর্শ নিয়েই কিনুন। শুভ হোক আপনার নেট ব্রাউজিং।

মন্তব্য ৯ টি রেটিং +২/-৯

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১০ দুপুর ১২:৩৮

চিকনমিয়া বলেছেন: সবাইরে কই, কিননের আগে ২/৩ জন্য ব্যবহারকারীর মতামত নিয়াই কিনন ভালা

০৮ ই মে, ২০১০ দুপুর ১২:৪৫

আজম মাহমুদ বলেছেন: খুব ভালো একটা কথা বলেছেন।

২| ০৮ ই মে, ২০১০ দুপুর ১২:৪৫

জেবাল বলেছেন: আমার কাছেও তাই মনে হয় @চিকন মিয়া

৩| ০৮ ই মে, ২০১০ দুপুর ১২:৪৭

জেবাল বলেছেন: জিপির টা খারাপ না ত। তাছাড়া নতুনটা ত থ্রিজি সাপোর্টেড। কার্ড রিডার ও আছে।

০৮ ই মে, ২০১০ দুপুর ১২:৫৮

আজম মাহমুদ বলেছেন: এই মডেমটা শুধুমাত্র আপনাদের মতো লোকদের জন্য বানানো হয়েছে। এক সাবানেই কাপড় কাচা, এক সাবানেই গোসল...

৪| ০৮ ই মে, ২০১০ দুপুর ১২:৪৯

জেবাল বলেছেন: জুম ত কষাই

৫| ০৮ ই মে, ২০১০ দুপুর ১২:৫৩

সবার প্রিয় বলেছেন: comment by: জেবাল বলেছেন: জুম ত কসাই

০৮ ই মে, ২০১০ দুপুর ১:০৪

আজম মাহমুদ বলেছেন: কে ভাই বৃথা সূর মিলাইলেন? কি পাইলেন?

৬| ০৮ ই মে, ২০১০ দুপুর ১:০৮

নাহিনরানা বলেছেন: জিপিরটা খারাপ না । লাইনতো ডিসকানেক্ট হয় না। আমি গত একবছর হলো ব্যবহার করছি p6 কানেকসন। ভালইতো মনে হয়। স্পিডও ভালই পাই।

০৯ ই মে, ২০১০ দুপুর ১২:১০

আজম মাহমুদ বলেছেন: জিপির আগের মডেমগুলো ভালো ছিলো।

৭| ০৮ ই মে, ২০১০ দুপুর ১:১৫

চিকনমিয়া বলেছেন: http://www.citycell.com/_uimg/Ultra-Plan.gif

৮| ০৮ ই মে, ২০১০ দুপুর ১:৩৫

মহাসাগর বলেছেন: কোন কোম্পানির মোডেম ই একেবারে খারাপ না, তবে সার্ভারগুলোর অবস্থা খুবই বাজে। এরা কথা দিয়ে কথা রাখে না। ব্রডব্যান্ডের বিকল্প নেই।

৯| ০৮ ই মে, ২০১০ দুপুর ১:৪৯

আসকওয়ানমি বলেছেন: জিপি আর জুম(সিটিসেল) এর মধ্যে মারামারি চলছে.....সবাই দূরে থাকুন :P :P :P :P :P :P

১০| ০৮ ই মে, ২০১০ বিকাল ৩:০৭

হলুদ হিমু বলেছেন: আবশ্যই জিপি বাদে । কোনো system এটা খুব ঝামেলা করে । মাঝে মাঝে disconnect এবং unpluged হয়ে যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.