নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অথৈ আকাশ জুড়ে অরূপ শূণ্যতা শুধু,

আজম মাহমুদ

আপাতত অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভলোবাসা ছাড়া উপায় দেখি না।-নির্মলেন্দু গুণথাকি রাজশাহীতে। ইমেল: ajomraj[at]gmail.com ফেসবুক: www.facebook.com/ajomma

আজম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমার জন্য আজ একটি বিশেষ দিন।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৮

আমার জন্য আজ একটি বিশেষ দিন। একটু পিছনে ফিরে যাই- বাংলার ইবই এর অনেকগুলো কাজের মধ্যে সবচেয়ে কষ্টসাধ্য মনে হয়েছিলো গত ১লা বৈশাখ ১৪২০ (১৪ এপ্রিল ২০১৩) তারিখে প্রকাশিত শব্দরূপ কবিতা সংকলনটির কাজ। জিনাত জাহান খান আপুর সম্পাদনায় এই দুরহ কাজে হাত নেয়ার আগ পর্যন্ত আমি রীতিমতো সংকিত ছিলাম। কারণ দেশের ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে অনেক নামী-দামী কবিদের কবিতাসহ পুরো বইটি ডিজাইন ও ইবুক তৈরীর কাজটি আমাকেই করতে হয়েছিলো। টোকন ঠাকুর, মজনু শাহ্‌, মুজিব মেহদী, সরদার ফারুক, তুহিন দাস, সজল সমুদ্র, ফয়সল অভি, আল- ইমরান সিদ্দিকী, হিজল জোবায়ের, বিধান সাহা, সৌমিত্র চক্রবর্তী, ফয়সাল আদনান, রুদ্র হক, গ্যাব্রিয়েল সুমনসহ মোট চল্লিশজন কবির কবিতা নিয়ে এই বিশেষ আয়োজনটি আমার জন্য সত্যিই কঠোর পদক্ষেপ ছিলো। কিন্তু একথা স্বীকার করতেই হয় যে, জিনাত আপুর মতো একজন দক্ষ সম্পাদকই একমাত্র এই কঠোর কাজটিকে সহজ করে দিয়েছিলেন আমার জন্য। উনি ছাড়া আমি কাণ্ডারীবিহীন অকুল সমুদ্রে পড়ে যেতাম। আর বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরু মানতেই হয়! দেশের দুই প্রান্তে থেকেও এমন একটি সংকলন সম্পাদনা ও পিডিএফ প্রস্তুতকরার দু’টি কাজকে সমন্বয় করা সম্ভব তা সত্যিই ভাবনার বাইরে। অবশ্যই এজন্য জিনাত আপুকে অনেক বেশি বেগ পেতে হয়েছে- এই নির্গুণ মানুষটিকে দিয়ে কাজ করিয়ে নিতে গিয়ে। শব্দরূপের প্রচ্ছদ ছিলো বিধান সাহার। দাদার শৈল্পিক আঁচড়ে সত্যিই শব্দরূপ পেয়েছিলো অনন্য একরূপ। অবশ্য আমাদের এতো কষ্টের শ্রম সার্থক হয়েছে বলেই মনে হয় আজকের এই দিনে। কারণ শব্দরূপ সংকলনটি আজকেই ১২০০ পাঠক সংখ্যায় পৌঁছেছে। আমাদের ওয়েবের গণনা মতে এটি ১২শ পাঠকের ডাউনলোড দেখালেও আমরা নিজেরা আমাদের ইমেইলে ও ফেসবুক মেসেজিং-এ আরো অনেক পাঠককে শব্দরূপ দিয়েছি। সেদিক থেকে আমাদের শ্রম সফলতার মুখ দেখেছে বলেই মনে হচ্ছে। শুভেচ্ছা সবাইকে, যারা শুরু থেকে আমাদের সাথে আছেন, বাংলার ইবই-এর সাথে আছেন। আগামী দিনগুলোতেও সবাইকে সাথে নিয়েই পথ চলতে চায় বাংলার ইবই।

bangla ebook, poem book, bangla boi

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

নাভিদ কায়সার রায়ান বলেছেন: আপনার ডেডিকেশন আর ভালো লাগা দেখে ভালো লাগলো। শুভেচ্ছা।

২| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
নাভিদ কায়সার রায়ান বলেছেন: আপনার ডেডিকেশন আর ভালো লাগা দেখে ভালো লাগলো। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.