![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খনিক দেখায় হঠাৎ করেই তোমার প্রেমে পরা,
তোমায় ভেবেই সময় এখন হচ্ছে দিশেহারা!
কোথায় গেলে পাবো তোমায়, কোথায় খুঁজি বলো?
তোমায় ভেবেই আকাশ আমার হয়েছে আজ কালো!
তোমার চোখের মায়ায় তুমি বেঁধেছ যে আমায়,
তোমার জন্য ভাবনা আমার কাটছে অবেলায়!
এত কষ্ট কিসের তোমার, কেন এমন লিখো?
সব কষ্ট তোমার আমি ভুলিয়ে দিবো দেখো!!
ফিরে আসো, ফিরে আসো-কোথায় গেলে তুমি?
এদিক সেদিক পাগলের মত তোমায় খুঁজে ফিরি!
কবিতা উৎসর্গ: আমার একজন প্রিয় ব্লগারকে!
©somewhere in net ltd.