নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেড়া পাতার লেখা

জীবনও যখনও শুকায়ে যায় করুণা ধারায় এসো..

বাসার আখন্দ

এ গান যেখানে সত্য সেই খানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর...............

বাসার আখন্দ › বিস্তারিত পোস্টঃ

বুকের ডান পাশে অসম্ভব ব্যাথা, কি করি

১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪১

মাস খানেক ধরে বুকের ডান পাশে ব্যাথা। একই সোজাসুজি পিঠে ব্যাথা। অসম্ভব রকমের। ডাক্তারের পরামর্শ নিয়েছি। গ্যাসের সমস্যা কথা বলেছেন। ওমিপ্রাজল খাবার কথা বলেছেন। কিন্তু আমি এমনিতেই ইসোমিপ্রাজল খাচ্ছিলাম। এখনো খেয়ে যাচ্ছি। কিন্তু ব্যাথা কোন ভাবেই যাচ্ছে না। কি যে যন্ত্রণা। কি করবো কিছুই বুঝতে পারছি না।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৫

মদন বলেছেন: অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন।

২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৭

শাহ আজিজ বলেছেন: আপনার একজন এফ আর সি এস ডাক্তার অন্ত্র বিশেষজ্ঞ দেখান দরকার। কন্তিনিউ ব্যাথা করে না নড়া চড়া করলে ব্যাথা করে??

৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০০

বাসার আখন্দ বলেছেন: কন্টিনিউ ব্যাথা। ব্যাথাটা আছেই আরছি। কিন্তু এমন নয় যে মলামরে গেলামরে। কিন্তু জানি ব্যাথা আছে। ডান বুকের নিপল বরাবর। ঠিক পেছনে যেন খিল ধরে আছে।

৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০১

বাসার আখন্দ বলেছেন: কন্টিনিউ ব্যাথা। ব্যাথাটা আছেই আরছি। কিন্তু এমন নয় যে মলামরে গেলামরে। কিন্তু জানি ব্যাথা আছে। ডান বুকের নিপল বরাবর। ঠিক পেছনে যেন খিল ধরে আছে।

৫| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৫

বাসার আখন্দ বলেছেন: ব্যাথাটা মাংসপেশিতে।

৬| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৮

বটের ফল বলেছেন: ভাই, বাসার আখন্দ, একই রকম সমস্যায় আমিও পড়েছিলাম বছর দুয়েক আগে। এটা আসলেই গ্যাসের সমস্যার জন্য হয়ে থাকে। আমি এখন সম্পুর্ন সুস্থ ।

কিছু বিষয় খেয়াল করুন-
আপনি যতই ইসোমিপ্রাজল খান না কেন, যদি অপ্রয়োজনীয় টেনশন করা বন্ধ না করেন এবং অতিরিক্ত তেলে ভাজা জিনিস খেতে থাকেন তবে কখনোই আপনি গ্যাসের সমস্যা থেকে মুক্ত হতে পারবেননা। তাই এগুলো বাদ দিতে সচেষ্ট থাকার চেষ্টা করুন।

যদি পারেন, তবে রাতে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ লবন মিশিয়ে তা খেয়ে নিন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন অনেক কমে গেছে।

আমি এভাবেই এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি।

ভালো থাকবেন।

৭| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৫

বাসার আখন্দ বলেছেন: ধন্যবাদ ভাই বটের ফল।
তাহলে মিশন শুরু হোক আজ থেকেই।
দোয়াও করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.