![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ গান যেখানে সত্য সেই খানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর...............
জার্মান বিশ্বকাপ জিতে নেওয়ায় মাগুরাবাসীর কাছে কৃষক আমজাদ হোসেন এখন আনন্দ উল্লাসের মধ্যমনিতে পরিণত হয়েছেন। দীর্ঘ পতাকা তৈরি করে দুই দিন আগে জার্মান ফুটবল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ লাভের পর এখন তিনি সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছছেন।
জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্য আমজাদ হোসেনের বাড়ি মাগুরার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে। গেল শনিবারই তিনি নতুন এই পরিচয়ে পরিচিত হয়েছেন। ঢাকাস্থ জার্মান দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ফার্দিনান্দ ফন ভাইয়ে মাগুরা স্টেডিয়ামে উপস্থিত হয়ে আমজাদ হোসেনের হাতে আজীবন সদস্য পদের সনদপত্র তুলে দিয়েছেন। এ ঘটনার পর থেকেই তিনি নিজ গ্রামের পর দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। আর এই আলোচনায় নতুন গতির সৃষ্টি করেছে এলাকাবাসি।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জার্মান দল বিজয়ি হওয়ায় ভোর রাত থেকেই মাগুরার বিভিন্ন শ্রেণীর মানুষ তার বাড়িতে ভিড় জমাতে শুরু করে। মাগুরায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি হলেও জার্মানীর এই বিজয়কে তারা কৃষক আমজাদ হোসেনের বিজয় বলেই মনে করছেন। যে কারণে দিনের আলো বাড়ার সাথে সাথে মাগুরার বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনগণ ঘোড়ামারা গ্রামে আমজাদ হোসেনের বাড়িতে ভিড় জমাতে শুরু করে। জার্মান দলের সমর্থনে ছোট ছোট আনন্দ মিছিল জমা হয় সেখানে। এক পর্যায়ে বেলা ১১টার দিকে উৎসব প্রিয় গ্রামবাসি তাকে কাধে তুলে গ্রামের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়ান। পরে পার্শ্ববর্তি আরো কয়েকগ্রামের মানুষ জড়ো হয়ে আমজাদ হোসেনকে দুধ দিয়ে গোসল করিয়ে সম্মান প্রদর্শন করে। এ সময় ওই সব গ্রামের পুরুষদের পাশাপাশি নারী শিশু সহ সব শ্রেণীর লোকজন অংশ নেন।
এ সময় কৃষক আমজাদ হোসেন বিগলিত কণ্ঠে নিজেকে বিজয়ী জার্মান দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যের মতো দেখছেন বলে উল্লেখ করেন।
২| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫১
হেডস্যার বলেছেন:
দুধে গোসল করিয়ে সম্মান জানাইছে !!
সম্মানের মায়রে বাপ !!
৩| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৭
সুমন কর বলেছেন:
৪| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৭
আদম_ বলেছেন: জুতা দিয়া বাইরানো উচিত।
৫| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: @হেডস্যার @ আদম!!!!
আপনারা কথিত সুশীল গং যারা দেশের আমজনতার অর্জনকে খাটো করে কমেন্টস করলেন.....দেশের জন্য কি ালটা ছিড়ছেন??? এই অখ্যাত কৃষক আমজাদ দেশের জণ্য যে সম্মান এনেছে, যে তাকে সম্মান জানানোয় আপনাদের এত আতে লাগছে কেন?
মিনিমাম সৌজন্যতা তার প্রশংসাতো নয়ই.. উল্টো হিংসা আর পরশ্রীকাতর মন্তব্যে আপনাদের দৈনতাই প্রকাশ পেয়েছ।
আদমের কমেন্টস আদমরেই ফিরায়া দেয়া হোক।
নিস্বার্থ ভালবাসা সবসময়ই সম্মানীত হয়!!!! আমজাদ দীর্ঘজীবি হোক।
৬| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০২
কামরুল ইসলাম রুবেল বলেছেন: হেডস্যারের আবার কি অইলো?
৭| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৩২
দরকার বলেছেন: Euro2016 খেলা সম্পরকে জানতে এই ওয়েব সাইট ভিজিট ক্রুন Euro2016 Euro2016 খেলা সম্পরকে জানতে এই ওয়েব সাইট ভিজিট ক্রুন Euro2016
৮| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩১
নাবিল বিন মুমিন বলেছেন: ha ha funny
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বেশতো...

আনন্দের বাধ ভাঙ্গা প্রকাশ
তার এ সম্মাননায় আমরা সকলেও সম্মানীত।