নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
রমজান ভাই এক প্যকেট প্রটেকশন কাভার দাও। রমজান ভাই কিছুটা ভ্রু-কুচকে তাকালেন। কিরে সুমন তুই প্রটেকশন কাভার দিয়ে কি করবি?? সুমনের চেহারায় বিন্দুমাত্র প্রতিক্রিয়া নেই। বরং একজন উপকারীর তৃপ্ত চেহারা নিয়ে- আসলে ভাই আমার বাড়ির পাশে মুটামুটি পুরাতন একটা গাড়ি পড়ে আছে অনেক দিন থেকে। ভাবলাম আমি যদি এইটার একটু যত্ন নেই। মাঝে মাঝে চালায় তাহলে গাড়িটা ভাল থাকবে।
আমার ত সু-মনে কোন কাদা নেই। অন্যের উপকার করাই আমার স্বভাব। অন্য কারো কষ্ট বা মন খারাপ আমার ভাল লাগে না।
যাইহোক রমজান ভাই তারাতারি দাও। সময় নষ্ট করে লাভ নাই। ভাবছি আজ থেকেই গাড়িটা চালানো শুরু করব।
গাড়িটা কিছু পুরাতন হলে কি হবে জবরদস্ত।
০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১২
ফেনা বলেছেন: কেমন আছেন শায়মা আপু???
আপনার মন্তব্যে অনেক খুশি হলাম।
তবে কি- আমার এই পোষ্টটা একেবারে রুপক। যা লিখেছি বুঝিয়েছি সম্পুর্ণ ভিন্ন। গল্পের বিষয় বস্তু এডাল্ট।
বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা।
ভাল থাকবেন।
২| ০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৫
শায়মা বলেছেন: হায় হায় এডাল্ট নাকি!!
শুনো ভাইয়া আমি বুড্ডি হতে পারি কিন্তু এডাল্ট বুঝলে জীবনেও কমেন্ট করতাম না। হা হা হা
আমি ভেবেছি সত্যি সত্যি এই লাল গাড়িটা।
হা হা যাইহোক আমি ভালো আছি।
তুমি কেমন আছো আর অনেক কম কম আসো কেনো ব্লগে?
যদিও আমরা সবাই অনেক বেশি ব্যাস্ত হয়ে গেছি আজকাল।
রেডি হয়ে বসে আছি একটা প্রোগ্রামে যাচ্ছি।
০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫
ফেনা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা.....
প্রোগ্রামে একা একা গেলেই হবে???
৩| ০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৭
শায়মা বলেছেন: আরেকটা কথা সাড়ে ভাইয়া আমার কমেন্ট দেখলে অনেক হাসবে আমি বুঝতেই পারছি।
তোমার জবাব দেখার পরেই আমার তার হাসি হাসি চেহারাটাই মনে পড়ছে। কালকে দাড়িয়াবান্দা কোন খেলা ভুলে গেছিলাম বলে তার সে কি হাসি। আর আজ যদি দেখে আমি এই পোস্ট বুঝিইনি তাহলেই হয়েছে।
ষাড়ে ভাইয়া একজন ষাড় তাই আগে থেকেই বলে দিলাম।
এবার যাই।
০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭
ফেনা বলেছেন: ও ঘটনা এখানেও কিছু আছে তাহলে। আড়ান তাহলে সাড়ে ভাইয়াকে আমি নিজেই একটু ডেকে আন...
"ষাড়ে ভাইয়া একজন ষাড় তাই আগে থেকেই বলে দিলাম। "-
৪| ০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
কামাল১৮ বলেছেন: পরিত্যক্ত কিছু দেখলেই সেটা ব্যবহার করা ঠিক না।
০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯
ফেনা বলেছেন: সে তো ঠিক। কিন্তু আমরা ত আদম জাত। যেখানে নিষেধ নিবেন সেখানেই যাব। গন্ধম আমি খাবই..
ভুল বলেছি..।???
(কেমন আছেন আপনি???)
৫| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:২৭
কামাল১৮ বলেছেন: আদম হাওয়া আর গন্ধমের কাহিনী জেনিসিসে আছে।সেখান থেকে আসছে বাইবেলে,বাইবেল থেকে কোরানে।এইগুলো মিথ।কোন সত্যতা নাই।এর থেকে মানব জীবনে প্রবাহিত হবার কোন কারণ নাই।
ডিএনএ জীবন প্রবাহ নিয়ন্ত্রন করে।যেটা আমরা পাই পিতা এবং মাতা থেকে।আদম হাওয়া থেকে পাই না।তাই দেখা যায় কালো এবং সাদা মা বাবার সন্তান কেউ কালো হয় কেউ হয় সাদা।আদম হাওয়ার মতো কেউ হয় না।
০৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:৪১
ফেনা বলেছেন: সূর্য পূর্ব দিকে উদিত হয়, এইটা একটা চিরন্তন সত্য। তেমিনি আদমের বিষয়টাও চিরন্তন সত্য। সো এইগুলা নিয়ে বিতর্কের কোন অবকাশ নাই।
আমি একজন অধম মানুষ। এই সব নিয়ে বিতর্কে জড়াতে চাইনা। আমার কাছে বিস্তর জ্ঞান নাই।
আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভাল থাকবেন।
৬| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের সারর্মম টা বুঝিয়ে বলুন।
০৭ ই জুলাই, ২০২৩ রাত ২:০২
ফেনা বলেছেন: আমাদের সমাজে স্বামী পরিত্যাক্ত নারীদের প্রতি একটা বিশাল অংশ পুরুষের কা-মু-কী দৃষ্টি থাকে। এখানে গাড়ি বলতে আসলে নারীকেই বুঝিয়েছি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪৭
মামুinসামু বলেছেন: (Knight Rider এর ফিকশন আর কয়দিন পরেই বাস্তবে রূপ নিবে)
গাড়ী যদি যত্ন নিতে অনুমতি দেয় তাইলে আর problem কি... ;p
০৭ ই জুলাই, ২০২৩ রাত ২:০৫
ফেনা বলেছেন: গাড়ী নামক নারী সমাজ বা পরিবারের বা নিজের দোষেই আজ উপায়হীন। একনা এক জায়গাতে নতি স্বীকার করতেই জয়। আজব সমাজ....
৮| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ২:০২
কামাল১৮ বলেছেন: আমি ভালোআছি।বয়স হলে কতো আর ভালো থাকা যায়।ধন্যবাদ
০৭ ই জুলাই, ২০২৩ রাত ২:০৬
ফেনা বলেছেন: অবধারিত বিষয়। কারোর আসলেই কিছুই করার নাই।
৯| ০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০০
শেরজা তপন বলেছেন: আমার ত সু-মনে কোন কাদা নেই। এর অর্থ কি?
০৭ ই জুলাই, ২০২৩ রাত ২:০৮
ফেনা বলেছেন: অপরাধীরা সব সময় নিজেকে ধোয়া তুলশী পাতা মনে করে। সব কিছু নিজের জন্য করে কিন্তু ভাবখানা দেখায় যে সে অন্যের জন্য করছে। আজব...
যাইহোক কেমন আছেন??
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
শায়মা বলেছেন: চাবি পেলো কই?
চাবি কি বানিয়েছে?