নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
এই ঘরটা কার?
আমার বাপের।
এই বাড়িটা কার?
আমার বাপের।
এই গ্রামটা কার?
আমার বাপের।
এই জেলা কার?
আমার বাপের।
এই দেশটা কার?
যাহ শাল-বহুত জ্বালাইতাছস...
তাইলে হুন- এই দেশটাও আমার বাপের।
তোর বাপের যদি সবই হয়-
আমি তবে কার?
তোর বাপের নাকি আমার জামাইয়ের???!!!
কথা কবি কম না হলে যেতে হবে জেল।
আমার বাপের দেশ আমি যা খুশি তাই করব।
বুঝে হাটলে থাকবি, না হলে ভাগবি।
কথা পরিষ্কার?? বুঝাগেল???
(সবই হল একটা মুদ্রা মাত্র। মন-ধন-মান সবই এক। শুধু মাত্র দুই পৃষ্ঠ মাত্র, দেখতে দুই রকম। কাজ-কর্ম-ধর্ম-সবই এক। "শোষণ"।)
(** এইটা কোন কবিতা না। আলাদা লাইনে অনেক কথার সার প্রকাশ করার চেষ্টা। )
২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৪
ফেনা বলেছেন: জয় বাবা (না-হারি-নাথ)
২| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দুই গ্রুপের সব কিছু। আমাদের কিছু না।
২২ শে আগস্ট, ২০২৩ রাত ৮:০৫
ফেনা বলেছেন: সলেই ঘটনা সত্য। কিছুই বলার নাই।
৩| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫১
ঢাবিয়ান বলেছেন: রাজতন্ত্র ঘোষনা করে দিলেই হয় । গনতন্ত্রের নাটক করার দরকারটা কি ?
২৩ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১৬
ফেনা বলেছেন: ১০০ তে ১০০ দিলাম আপনাকে।
৪| ২৩ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১৫
মো: ফরিদ বলেছেন:
২৩ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১৭
ফেনা বলেছেন:
৫| ২৩ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: বেশ।
২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৯
ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবই তো তাদের।