নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোর দর্শন বলতে চোর দেখা নয়, চোর এবং চুরি সম্পর্কে আমার কিছু এলোমেলো ফিলোসফি।
অনেকদিন আগের কথা।ফার্মগেট এলাকা দিয়ে হেটে যাচ্ছি, একটা অর্তনাদের আওয়াজ কানে আসায় তার উৎসের দিকে তাকালাম। দেথলাম জনা বিশেক লোক জটলা পাকিয়ে দাড়িয়ে আছে, আর্তনাদের শব্দটা আসছে তাদের ওখান থেকে। বুঝলাম কোন পকেটমার বা চোর ধরা পড়েছে, তার বিচার চলছে। এসব ব্যাপার গুলো আমার ভাল লাগেনা দেখে মাথা ঘামালাম না। আমার পাশ থেকেই এক লোক জটলা ঠেলে ভিতরে ঢুকলো, তার পর পরই আবার কয়েকটা তীব্র আর্তনাদের আওয়াজ পেলাম। কিছুক্ষণ পর দেখলাম সেই লোক হাঁপাতে হাঁপতে বের হয়ে আসছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাতে বলল, ”কয়টা দিয়া আসলাম।” আমি জিজ্ঞাসা করলাম কি করেছে? উত্তর, “ পকেট টকেট মারসে মনে হয়..”। এরই নাম বীর বাঙ্গালী! কি করেছে জানার দরকার নাই হুজুগে ক‘টা দিয়ে আসলো।
আমার সাথে ল‘পড়তো একটা মেয়ে । একদিন ক্লাসে এসে বললো,” কাল রাতে একটা ভাল কাজ করেছি। স্বাভাবিক কারনে প্রশ্ন করলাম, ”কাল রাতে কি এমন ভাল কাজটা তুমি করলা?”। বলল, “ একটা চোর কে পালাতে সাহায্য করেছি”। আমি চোখ কপালে তুলে বললাম এই তোমার ভাল কাজ? পরে ইতিহাস যা জানলাম তা হল, গতকাল রাতে ওদের বাড়িতে চুরি করতে এসেছিল এক চোর। ব্যাপারটা বুঝতে পেরে বাড়ির পুরুষরা লাঠি সোটা নিয়ে চোর খুঁজতে নিচে নেমেছে। তিন তলার জানালা দিয়ে মেয়েটি তাকিয়ে দেখে তারে জানালর নিচের সানশেডে চোরটা ভয়ে চুপ করে শুয়ে আছে। তখন সে চোরটাকে বাড়ির লোকের চোখ এড়িয়ে কি ভাবে পালানো যায় সেই বুদ্ধি বাতলে দেয়। আবার প্রশ্ন করলাম, ”এমন কাজ তুমি কেন করলে?” উত্তরের সারমর্ম হল- নির্মম ভাবে পিটিয়েও কোন চোরের চুরি ছাড়ানো যায়নি, বরং আমরা নিষ্ঠুর এটাই প্রমাণ করেছি। তাই সহানুভূতি দেখিয়ে দেখা কোন ফল হয় কিনা। তাছাড়া নির্মমতা তার খুবই অপছন্দ।
আমি আর কিছু বললাম না। আমারো নির্মমতা, নিষ্ঠুরতা খুবই অপছন্দ, সে নির্মমতা বা নিষ্ঠুরতা যদি নীতিগত কারণে হয় তবুও। জানি চোরকে সহানুভূতি দেখালে চুরি আরও বেড়ে যাবে তাই তার শাস্তি হওয়া প্রয়োজন। যদি সে শাস্তি “দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার” এমন হতো তবে কথা ছিলনা। কিন্তু চোর কে উৎসব করে নিষ্ঠুর, নির্মম ভাবে প্রহার করা দেখলে প্রহৃতের চেয়ে প্রহারকারীদের মানসিক সুস্থতা নিয়ে আমার মনে বেশি প্রশ্ন জাগে।
এবার আসি লেখা চোর প্রসঙ্গে। যদি্ও লেখা চুরি আর বস্তু চুরি এক না। তবুও প্রসঙ্গ যেহেতু চোর বা চুরি তাই এ প্রসঙ্গের অবতারণা। বেশ অনেকদিন থেকে ব্লগে লেখা চুরি প্রসেঙ্গে আলোচনা হচ্ছে অনেকে ডিটেকটিভের মত লেখাচোরদের পাকড়াও করছেন। তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। লেখাচোরকে কিছু উত্তম মধ্যম (লেখার মাধ্যমে) দেয়া প্রয়োজন সেটা্ও মনে করি। তবে লেখা চোরের ভয়ে ব্লগে লেখা দেয়া ছেড়ে দিতে হবে সেটাকে আমি সঠিক মনে করিনা।
লেখা চোরদের সম্পর্কে আমার একটু ভিন্ন দর্শন রয়েছে।দর্শনটি বর্ণনার আগে আমার একটি ডিসক্লেইমার দেয়া প্রয়োজন মনে করছি তা হল আমি শুধু লেখা চুরি নয় থিম চুরি করাটাও অপছন্দ করি তবে লেখা চোরদের প্রতি আমার কোন আক্রোশ নেই আছে করুণা আর ঘৃনা।
আমাদের নিজেদের লেখাকে আমরা সাধারণতঃ নিজ সন্তানের মত বলে থাকি, কেউ নিজ স্ত্রীর মত বলিনা। আমার স্ত্রীকে যদি কেউ নিজের স্ত্রী বলে পরিচয় দেয় তাহলে আমাদের অবশ্যই ক্রুদ্ধ হওয়া উচিত। কিন্তু আমার সন্তানের যশ, খ্যাতি দেখে কোন সন্তান জম্নদানে অক্ষম ব্যাক্তি যদি আমার সন্তানের ক্লোন করে কোন অজ্ঞাত শহরে নিজের সন্তান বলে পরিচয় দিয়ে আত্মতৃপ্তি পায় তাহলে আমার ক্রুদ্ধ হওয়ার বা এই ভয়ে সন্তান জন্মদান থেকে বিরত থাকার কি আছে! কারণ এতে আমার বা আমার প্রকৃত সন্তানের কার্যেত তেমন কোন ক্ষতি হয় না। বড় জোর অক্ষম ব্যক্তির এই অনৈতিক আচরণের জন্য ঘৃণা আর করুণা হতে পারে।
উদাহরণ হিসাবে বলা যায়- ক‘দিন আগেই এক লেখা চোর ফেসবুক থেকে লেখা চুরি করে আনায় ব্লগ থেকে চিরদিনের জন্য ব্যান্ড হল। এতে ফেসবুকের প্রকৃত লেখকের কি কোন ক্ষতি হয়েছে, হয়নি, বরং লাভ হয়েছে। ফেসবুকের ঐ লেখক বিনা পরিশ্রমে এ ব্লগে খ্যাতি অর্জন করেছেন। শাস্তি পেয়েছে এবং অপমানিত হয়েছে লেখা চোর। প্রশ্ন আসতে পারে যদি ধরা না পড়তো। ধরা না পড়লে কিছু প্রশংসা কুড়াতো চোর লেখক সাথে লেখাটি, তাতে মুল লেখকের কোন ক্ষতি হতো না বরং লেখাটি প্রশংসিত হলে পরোক্ষভাবে এটা প্রকৃত লেখকেরই প্রাপ্তি হতো।
আমার মত অখ্যাত ব্লগারের কথা বাদ দিলাম, যারা এই ব্লগের খ্যাতিমান লেখক/আঁকিয়ে/কবি/রন্ধন শিল্পী তারাও কেউ এমন কোন লেখা/আঁকা এই ব্লগে দেন না, যে লেখা দিয়ে তারা জীবিকা নির্বাহ করেন বা এর মাধ্যমে কোন পদকে ভূষিত হতে পারেন। বেশীর ভাগ ব্লগার এখানে আসেন সময় কাটাতে আর মানসিক প্রশান্তি লাভ করতে। তার পরও কেন এত ভয়, এত দালাদলি, এত বলাবলি, এত ডলাডলি আমি বুঝে পাই না। মুখের উপর হয়তো কেউ বলে বসবেন, ”আপনার মত অখ্যাত ব্লগারের পক্ষে সেটা বোঝা সম্ভব না।” তাদের এই মতামতকেও আমি শ্রদ্ধা করি
ছবিঃ নেট থেকে প্রাপ্ত এবং এডিটিত।
১০ ই জুন, ২০১৭ সকাল ১১:২৫
বিষাদ সময় বলেছেন: ব্লগে এসে আন্তরিক মন্তব্য করায় অসংখ্য ধন্যবাদ।
তবে আপনার এই মতের সাথে একমত না।
ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক।
লেখাকে যদি চুরি হতে দেওয়া হয় তবে প্রকৃত অখ্যাত লেখকের আসলে ক্ষতি হয়।!
আসলে লেখা চুরি হতে দেয়ার পক্ষে আমি এখানে কিছু বলতে চাইনি। আমার বক্তব্য হচ্ছে লেখা চুরি করা ঠেকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত কিন্তু চোরের ভয়ে ব্লগে লেখালেখি বন্ধ করে দেয়ার পক্ষে আমি নই।
ক্ষেত্রবিশেষে উল্টো নিজেই চুরির দায়ে অভিযুক্ত হবার রেকর্ড আছে
ঠিকই বলেছেন লেখা চুরিরর এটাই সবচেয়ে বিপদজনক দিক। এ বিষয়ে লেখার শেষের দিকে বলতে চেয়েছিলাম কিন্তু লেখার কলেবর আরও বৃদ্ধি পাবে দেখে বলিনি। তবে এটা আমার মনে হয় খুব সামান্য ক্ষেত্রেই ঘটে। কারণ প্রথমতঃ লেখা চোরের লেখার মান প্রকৃত লেখকের চেয়ে খারাপ থাকে এবং সে হীনমন্নতায় ভোগে দেখে তার পক্ষে এ রকম করা সহজ না। আর দ্বিতীয়তঃ চুরি করা লেখা কখনও প্রকৃত লেখার আগে পাবলিশ হতে পারেনা। এ সমস্যা হতে পারে তখনই যখন প্রকৃত লেখক তার লেখাটি প্রথমে যে প্লাটফর্মে প্রকাশ করেছেন সেটির আস্তিত্ব বিলুপ্ত হয়ে গেলে।
অনেক অনেক ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৭ রাত ১২:৩৯
গেম চেঞ্জার বলেছেন: আমাদের নিজেদের লেখাকে আমরা সাধারণতঃ নিজ সন্তানের মত বলে থাকি, কেউ নিজ স্ত্রীর মত বলিনা। আমার স্ত্রীকে যদি কেউ নিজের স্ত্রী বলে পরিচয় দেয় তাহলে আমাদের অবশ্যই ক্রুদ্ধ হওয়া উচিত। কিন্তু আমার সন্তানের যশ, খ্যাতি দেখে কোন সন্তান জম্নদানে অক্ষম ব্যাক্তি যদি আমার সন্তানের ক্লোন করে কোন অজ্ঞাত শহরে নিজের সন্তান বলে পরিচয় দিয়ে আত্মতৃপ্তি পায় তাহলে আমার ক্রুদ্ধ হওয়ার বা এই ভয়ে সন্তান জন্মদান থেকে বিরত থাকার কি আছে! কারণ এতে আমার বা আমার প্রকৃত সন্তানের কার্যেত তেমন কোন ক্ষতি হয় না। বড় জোর অক্ষম ব্যক্তির এই অনৈতিক আচরণের জন্য ঘৃণা আর করুণা হতে পারে
দারুণ রসযোগ করে বলেছেন। সাবলীল লেখার গতি আমাকে বাধ্য করেছে পুরোটা পড়তে। প্রথমে অন্য দশটা লেখার মত করে ভেবেছিলাম। তবে আপনার এই মতের সাথে একমত না।
লেখাকে যদি চুরি হতে দেওয়া হয় তবে প্রকৃত অখ্যাত লেখকের আসলে ক্ষতি হয়। ক্ষেত্রবিশেষে উল্টো নিজেই চুরির দায়ে অভিযুক্ত হবার রেকর্ড আছে!
এখন আমার হনেস্ট মত বলি- আমি নিজের লেখা চুরি হলে গা করিনা। কারণ এই লেখাগুলো নিয়ে আমি যশ-লেখক হবার খায়েশ রাখি না। কপি পেস্ট হলে আমার সমস্যা নাই। তবে এই মত অন্য কারো ওপর আমি চাপিয়ে দিতেও রাজি না।
পোস্টটা ভালই লেগেছে। (+)