নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

যত দোষ নন্দঘোষ

২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৭



আমার বড় বোন (ইমিডিয়েট বড়) অত্যন্ত নারীবাদী মানুষ, সেই সাথে বলা যায় পুরুষ বিদ্বেষী। সারাক্ষণই তার মুখে শুনবেন পুরুষদের দোষ ত্রুটি আর অযোগ্যতার কথা। আমি যদি কোন ভুল করি তবু তার ভাগ জুটবে পুরুষ জাতির কপালে। পুরুষদের স্বভাব ভাল না, পুরুষদের রুচি ভাল না, পুরুষরা অযোগ্য ইত্যাদি, ইত্যাদি।
যাহোক একদিন তার ইচ্ছা হল রুপচাঁদা মাছ খাবে। যতই পুরুষ বিদ্বেষী হোক তারপরও বড় বোন বলে কথা। অগত্যে বাজার গিয়ে দরদাম করে ১ কেজি রুপচাঁদা কিনে আনলাম। মাছ দেখে আপা জিজ্ঞাসা করলো কত করে নিল? বললাম, ৮০০ টাকা কেজি। শুনে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিছু বলল না। বুঝলাম এর মধ্যেও আমার কোন ত্রুটি খুঁজে পেয়েছে এবং মনে মনে পুরুষ জাতকে উদ্ধার করছে।
দু’তিন দিন পর দেখলাম আপা বাজার থেকে মাছ নিয়ে এসে আমার দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হাসছে। কিছুক্ষণ পর হাসির রহস্য খোলসা হল। আম্মাকে গামলায় মাছ ঢেলে দেখাচ্ছে আর বলছে, “দেখেন আমি রূপচাঁদা কিনে এনেছি মাত্র ৩৫০/- কেজি।” কথাটার উদ্দেশ্য বুঝলাম । কথাটির তরজমা এরকম আরকি - “বোকা পুরুষ ক‘দিন আগে যে মাছ ৮০০/- টাকায় কিনে এনেছে, বুদ্ধিমতি মহিলা সেই একই মাছ আজ কিনে এনেছে ৩৫০/- টাকায়। ” বাজারে মাছের দাম উঠা নামা করে এটা ঠিক, তাই বলে দু –দিনে মাছের দাম এত কমে গেল! কেমন জানি একটা খটকা লাগলো। কাছে এসে মাছটা ভালভাবে দেখতেই রহস্যটা পরিষ্কার হয়ে গেল।
আমি আপার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম –”এটা রুপচাঁদা?”
আমার দৃড়ভাবে জিজ্ঞেস করা দেখেই হয়তো একটু নরম গলায় বলল –”রূপচাঁদা তবে একটু অন্য জাতের।”
রাগ সামলিয়ে বললাম –” এটা রূপচাঁদা না, এটা হচ্ছে পিরানহা, দক্ষিন আমেরিকার এক হিংস্র মাছ। কিছু অসাধু ব্যবসায়ী এ মাছকে রূপচাঁদা বলে বিক্রি করে। এ মাছ খাওয়াও ঠিক না।”
কিন্তু মাছওয়ালা যে বললো ………………..
কিছুক্ষণ মাছের দিকে তাকিয়ে থাকল। নিজের ভুল বুঝতে পারলো, না পারলো না ঠিক বুঝলাম না।
”ব্যাটা মাছওয়ালা……. আসলে পুরুষ মানেই মিথ্যাবাদী……….” .বিড়বিড় করতে করতে মাছগুলো নিয়ে গিয়ে ময়লা ফেলার বালতিতে ফেলে দিয়ে আসলো।

ব্লগেও ছোট আপার মত দু একজন ব্লগার দেখতে পাই। তাই ঘটানাটি শেয়ার করতে ইচ্ছে করলো।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩০

পবন সরকার বলেছেন: এরকম কিছু লোক আছে যারা নিজেকে খুব চালাক মনে করে কিন্তু বেশি চালাকি করতে গিয়ে নিজেরাই ঠকে।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৫

বিষাদ সময় বলেছেন: কথাই আছে "অতি চালাকের গলায় দড়ি................." ধন্যবাদ।


২| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০

কানিজ রিনা বলেছেন: হা হা হা মাছওয়ালাও পুরুষজাতী। বেশ
রম্য হাসালেন। ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:২২

বিষাদ সময় বলেছেন:
হা হা হা মাছওয়ালাও পুরুষজাতী

মাছওয়ালা তো আসলেই পুরুষজাতী........ হাঃ হাঃ হাঃ

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।




৩| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৪

কায়রো রাজা বলেছেন: ভাইয়ুসোনামনিতা!!!!!!!!

আল্লা!!!!!

হায় হায় হায়!!!!!!!!!!!!

পোস্ট পড়িয়া আমি অক্কা!!!!!!!!!

২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৬

বিষাদ সময় বলেছেন: পোস্ট পড়িয়া আমি অক্কা!!!!!!!!

ইন্নালিল্লাহি ওয়া ইন্না........................................
আল্লাহ আপনাকে বেহেস্ত নসীব করুন......

৪| ২২ শে জুলাই, ২০১৭ ভোর ৪:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার বিজয়ে খুশি হলাম।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৪

বিষাদ সময় বলেছেন: খুশি হয়েছেন জেনে ভাল লাগলো।ধন্যবাদ।

৫| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৫

টারজান০০০০৭ বলেছেন: মাইয়ালোক ! :D =p~

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৬

বিষাদ সময় বলেছেন: :||

৬| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: :D :D

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৭

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ।

৭| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:০১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: বর্তমানে পুরুষ বিদ্ধেষীতা একটা তথাকথিত ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে । ততথাকথিত নারীরা মনে পুরুষের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করলেই নারীবাদ প্রতিষ্ঠিত হয়ে যাবে।
তাদের জন্য এরশাদীয় সমবেদনা ।

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৩

বিষাদ সময় বলেছেন: নারীবাদের সাথে পুরুষ বিদ্বেষ যেন ওতোপ্রোতভাবে জড়িয়ে গেছে, যা সত্যি দূঃখজনক। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৫

এম আর তালুকদার বলেছেন: চমৎকার লিখেছেন।

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।

৯| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৯

আফরোজ ন্যান্সি বলেছেন: নারীবাদ আর পুরুষবিদ্বেষ দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ! বেশীরভাগেই কেন যে গুলিয়ে ফেলে :|

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

বিষাদ সময় বলেছেন: ব্লগে স্বাগত। অসুস্থ থাকায় এখন বিশেষ লগইন করা হয় না সে কারণে উত্তর দিতে দেরি হল; দুঃখিত।

আমার বড় বোন (ইমিডিয়েট বড়) অত্যন্ত নারীবাদী মানুষ, সেই সাথে বলা যায় পুরুষ বিদ্বেষী।
নারীবাদের সাথে পুরুষ বিদ্বেষ যেন ওতোপ্রোতভাবে জড়িয়ে গেছে

এ দুটো বক্তব্য ছাড়া নারীবাদ, পুরুষবিদ্বেষ নিয়ে মনে হয় কোথাও কিছু বলিনি। এখানে কোথায় নারীবাদের সাথে পুরুষিবদ্বেষকে গুলিয়ে ফেলেছি ঠিক বুঝতে পারছি না।

তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে নারীবাদের আপার লিমিটের সাথে পুরুষবিদ্বেষের লোআর লিমিট ওভারল্যাপ করে আছে। কোন কোন জাগায় আসলে এ দুটোকে আলাদা করা কঠিন হয়ে যায়।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.