নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

বজ্রপাতে সাবধানতা

০৬ ই মে, ২০১৮ রাত ১২:৩৮




এখন প্রায় প্রতিদিন আমাদের দেশে বহু মানুষ বজ্রপাতে হতাহত হচ্ছে। কিন্তু একটু সচেতন থাকলে এই হতাহতের সংখ্যা অনেকখানি কমানো যায়, তাই জনস্বার্থে বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ২০টি জরুরি নির্দেশনা নিচে শেয়ার করলামঃ


১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।

২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।

৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।

৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।

৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।

৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে।

৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।

৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে।

৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।

১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।

১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।

১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।

১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।

১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।

১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।

১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।

১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।

১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।



বিঃদ্রঃ তথ্য এবং ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ সকাল ৭:৩১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: অত্যান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ। ধন্যবাদ।

০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৪২

বিষাদ সময় বলেছেন: ব্লগে স্বাগতম। ভাল থাকুন অনেক।

২| ০৬ ই মে, ২০১৮ সকাল ৯:২৮

হাঙ্গামা বলেছেন: হে হে হে........বজ্রপাত থেকে বাঁচতে এক কথায় ভ্যানিশ হইয়া যান.......

যারা এসব পরামর্শ বানাইছে তারা নিজেরা একদিন এই সমস্ত পরামর্শ ফলো কইরা দেখুক তারা কই দাড়াইয়া আছে!! :P

০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৪৯

বিষাদ সময় বলেছেন: অযথা কেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে হাঙ্গামা লাগাচ্ছেন। বজ্রপাত থেকে বাঁচতে আপনি বরং অষ্টধাতুর মাদুলি বাম বাহুমূলে আবদ্ধ করুন। :)
বজ্রপাতহীন আমার ব্লগে স্বাগতম।

৩| ০৬ ই মে, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: সবাইকে সচেতন হতে হবে।
অন্য কোনো উপায় নাই।

০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫১

বিষাদ সময় বলেছেন: সাথে পেয়ে খুশি হলাম। আশা করি শরীর, মন দুটোই ভাল আছে।

৪| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:১৮

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: সচেতনতামূলক পোস্টটির জন্য অনেক ধন্যবাদ।

০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫৫

বিষাদ সময় বলেছেন: উৎসাহ দেয়ায় ধন্যবাদ। আপনিও আপনার প্রিয়জনদের সচেতন করুন। নিরন্তর শুভকামনা।

৫| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১৫

হাঙ্গামা বলেছেন: ও হ্যাঁ, পোষ্টটা পড়ে একজন ও যদি সাবধানতা অবলম্বন করেন তবেই স্বার্থক। ++++++

০৬ ই মে, ২০১৮ রাত ৮:২৬

বিষাদ সময় বলেছেন: ও হ্যাঁ, পোষ্টটা পড়ে একজন ও যদি সাবধানতা অবলম্বন করেন তবেই স্বার্থক।
পোষ্টের স্বার্থকতা নির্ণয় করতে পারা বজ্রপাত ঠেকানোর চেয়েও কঠিন মনে হয়।

++++++
মন্তব্যের ঘরে ৬ টা প্লাস আর পোষ্টের লাইকের পরিসংখ্যান ০। পুরাই শুভঙ্করের ফাঁকি। :)

৬| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:১৪

হাঙ্গামা বলেছেন: :D :D
আসলে অনেক আগে সামুতে ( + ) আর ( - ) দুইটা অপশন ছিলো।
ভালো লাগা মন্দ লাগার প্রকাশ সেগুলোর মাধ্যমে করা যেত।
কালের বিবর্তনে সেগুলো বিলুপ্ত। তাই কমেন্টের ঘরের প্লাস গ্রহন করা ছাড়া আর কোন উপায় ও নাই।
একজিষ্টিং ৬টার সাথে আরো ++++++ (৬টা) মিলিয়ে ১ডজন গ্রহন করুন। সাথে একটা লাইক ফ্রি। :P

০৭ ই মে, ২০১৮ সকাল ১১:৩২

বিষাদ সময় বলেছেন: ভাগ্য ভাল এখন (-) বাটন নাই, তাহলে তো আমার ব্লগ লেখাই বন্ধ হয়ে যেত।
আপনার ১ ডজন প্লাস আর ১ টি ফ্রি লা্ইকের জন্য আমার ১ হালি ধন্যবাদ আর ১ কুড়ি শুভকামানার প‌্যাকেজটি গ্রহন করুন। :)
ফিরে এসে আবার মন্তব্য করায় কৃতজ্ঞতা।

৭| ১১ ই মে, ২০১৮ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


সেলুলার ফোনের নেটওয়ার্ক নাকি দায়ী?

১১ ই মে, ২০১৮ রাত ১:৪৭

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ ব্লগে আগমনে।

সেলুলার ফোনের নেটওয়ার্ক নাকি দায়ী?

আমার এ ব্যাপারে অথেনটিক কিছু জানা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.