নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

ভালো থাকুক বিশ্বাসের সন্তানেরা

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫২

(আরেকটি ফাঁকিবাজি পোস্ট)

সারা পৃথিবীতে অধিক বয়সে পিতা হওয়ার নতুন নতুন রেকর্ড হচ্ছে। আমাদের এক ব্লগার লিখলেন তার ডাক্তার বন্ধু কোন এক মেডিকেলে একশত দশ বছর বয়সি এক ব্যাক্তিকে পিতা হতে দেখেছেন। তারপর থেকেই একটি বিষয় মাথায় ঘুরঘুর করছে। বিষয়টা কি? নিচের আলোচনা পড়লেই সেটা পরিষ্কার হয়ে যাবে।

বাংলাদেশের কোন এক জেলার অধিবাসিদের নিয়ে কৌতুকের শেষ নেই। সঙ্গত কারণেই জেলার নাম উল্লেখ না করে শুধু কৌতুকটি বলছি-
সে জেলার এক যুবক বিয়ে করার মাস তিনেক পর মধ্যপ্রাচ্যে চলে গেল। প্রায় দুবছর অনেক চেষ্টা করেও দেশে ফিরতে পারলো না। একদিন খবর পেল সে বাবা হয়েছে। অনেক কষ্ট করে দেশে এসে সে তার সদ্যজাত শিশুকে দেখে আনন্দে আত্মহারা। যে বন্ধুর সাথে দেখা হয় তার সাথেই সে তার সন্তানের গল্প করে। শেষে এক ঠোঁট কাটা বন্ধু বলে বসলো, আরে তুই দুই বছর ধইরা রইলি বিদেশ, তোর পোলা হয় কেমনে?” হতাশ না হয়ে সে ব্যাক্তির উত্তর- আরে আমি বিদেশ থাকলে কি আমার কোল বালিশটা রাইখা গেসি না!

যা হোক এই ব্যাক্তির কোল বালিশের উপর অগাধ বিশ্বাস।

এবার আসি ২য় কৌতুক এ----
নারীবাদীরা বিধাতার উপর প্রচণ্ড রুষ্ট। তারা বিধাতাকে বললেন -দশ মাস ধরে কষ্ট করে সন্তান জন্ম দিবো আমরা, আবার প্রসব বেদনা্ও আমাদেরই সহ্য করতে হবে, এটা তোমার কেমন বিচার বিধাতা? সন্তান ধারণের কষ্ট আমাদের দিলে, প্রসব বেদনার কষ্ট সন্তানের পিতাকে দিতে হবে।
বিধাতা মুচকি হেসে বললেন -তবে তাই হোক।
এর পর থেকে সন্তান জন্ম দেন মায়েরা আর প্রসব বেদনায় ছটফট করেন বাবারা। বছর খানিক পরে এক প্রখ্যাত নারীবাদীর সন্তান হবে তাকে আর তার স্বামীকে লেবার রুমে নেয়া হলো। স্বামীর ব্যাথা বেদনা কিচ্ছু নাই ডাক্তারের দিকে তাকিয়ে হাসছেন, ডাক্তার তো অবাক। এক সিস্টার দৌড়ে এসে খবর দিল নেত্রির ড্রাইভার প্রসব বেদনায় ছট ফট করছে আর গুঙাচ্ছে, কিন্তু ভয়ে চিৎকার করতে পারছে না। তাড়াতাড়ি সব নারীবাদিরা আবার বিধাতার কাছে প্রার্থনা করলেন -বিধাতা দয়া করেন, আমাদের ব্যথা আমাদেরই থাক, তবু মান সম্মান বাঁচুক।

যা হোক নিরাপত্তার কারণে এ নিয়ে আর বেশি কথা না বলে পরবর্তি ঘটনায় যাই-

গীর্জায় বসে পাদ্রির কথা শুনছেন মিঃ জন, মিসেস জন এবং তাদের সন্তান জেনি। পাদ্রি জ্ঞান এবং বিশ্বাস নিয়ে কথা বলছিলেন। বুঝতে না পারায় মিঃ জন বললেন- ফাদার একটু উদাহরণ দিয়ে বুঝাবেন কি?
ফাদার বললেন- যেমন তোমার মিসেস জানে সে জেনির মা, এটা হলো তার জ্ঞান আর তুমি জানো তুমি হচ্ছো জেনির বাবা, এটা হচ্ছে তোমার বিশ্বাস।

আসলে আমদের সম্পর্কের প্রায় সবটাই টিকে আছে বিশ্বাসের উপর। তাই আমরা বিশ্বাসের পিতা, বিশ্বাসের সন্তান। সমগ্র পৃথিবী টিকে আছে বিশ্বাসের আশির্বাদে। এই বিশ্বাসে ফাটল ধরলে সমাজে দেখা দিবে বিপর্যয়। সমাজে, পরিবারে সবখানে বিশ্বাসের বন্ধন অটুট থাকুক সেই কামনা। তারপরও যদি বিশ্বাসে ফাটল ধরে, তবে উপায় কি শুধুই ব্যয়বহুল DNA Test? হতাশ হবেন না নিচের ছবিটি দেখুন-




ভাল থাকুক বিশ্বাসের সন্তানেরা।


ছবির কৃতিত্ব গুগল

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:০২

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: =p~

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩

কানিজ রিনা বলেছেন: ৬০ বছর বয়সের পর থেকে ১০০ বছরের
মধ্যে যেসব বাবারা নতুন ইস্ত্রী যোগার করে
তারা আবার পিতা হয় নতুন ইস্ত্রীর গর্ভের
সন্তান ডিএনএ টেস্ট করা উচিৎ। কারন
৬০ বছরের বুইড়াকে যুবতীরা বিয়ে করে
টাকার লোভে সেই লোভে কি করতে পারে
তা বুইড়া বুঝে উঠেনা।

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ আপা। উত্তরদিতে দেরি হওয়ায় দুঃখিত।
আপনি ঠিকই বলেছেন। আমি রসিকতা করে কথা গুলো বললেও বস্তুতঃ বাস্তবতাও অনেক ক্ষেত্রেই বেশ কদর্য।
পাশে থাকায় খুশি হলাম। ভাল থাকুন সব সময়।

৩| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: এটা ফাকিবাজি পোষ্ট না।

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

বিষাদ সময় বলেছেন: সাথে পাওয়ায় খুশি হলাম। বেশ কিছু পোষ্ট যথেষ্ট পরিশ্রম করে লিখেছিলাম, তাতে তেমন কোন মন্তব্য পড়েনি বা বেশি পাঠক সাড়া্‌ও দেয়নি। সে কারণে পোষ্টের পিছনে এখন আর তেমন পরিশ্রম না করে ফাঁকি মারি। তারপরও আপনি যখন বলছেন "এটা ফাঁকিবাজি পোষ্ট না" তখন মেনে নিলাম।
ভাল থাকুন অনেক অনেক।

৪| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:৫৫

কাইকর বলেছেন: সুন্দর লিখেছেন। সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন।আপনাদের মতো বড় বড় ব্লগার পাশে থেকে উৎসাহ দিলে অনুপ্রেরণা পাই।

২৭ শে মে, ২০১৮ রাত ১২:০৬

বিষাদ সময় বলেছেন: ব্লগে স্বাগতম। সময় করে অবশ্যই আপনার ব্লগে ঘুরে আসবো, তবে আমি বড় ব্লগার নই একজন অতি ক্ষুদ্র ব্লগার।
নিরন্তর শুভকামনা।

৫| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:০৯

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৭ শে মে, ২০১৮ রাত ১২:১৬

বিষাদ সময় বলেছেন: ব্লগে স্বাগতম। ব্লগ এক বিচিত্র জায়গা, এখানে কে নতুন আর কে পুরাতন তাহা নির্ণয় করা বড়ই কঠিন। দাওয়াত যখন দিলেন তখন অবশ্যই আপনার ব্লগ ঘুরে আসবো।
ভাল থাকুন সব সময়।

৬| ২৮ শে মে, ২০১৮ রাত ১:৩২

অর্থনীতিবিদ বলেছেন: সমাজে পরস্পরের প্রতি বিশ্বাস অনেক দরকার। অথচ এটাই এখন সবচেয়ে ঠুনকো বস্তু। ডিএনএ টেস্ট কোনো সমাধান নয়। যাই হোক পোস্ট ভালো হয়েছে। তিনটা ঘটনার উল্লেখ করেছেন পোস্টে। ভালো লাগার মাত্রাটা আরো বেড়ে গেছে এতে। বিশেষ করে ২য় আর ৩য় টা অসাধারণ।

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:১৪

বিষাদ সময় বলেছেন: বলেছেন: ব্লগে স্বাগতম। চমৎকার বিশ্লষণধর্মী মন্তব্য করায় আন্তরিক ধন্যবাদ।
অনেক অনেক ভাল থাকুন।

৭| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:১০

জোকস বলেছেন: দারুন + লাইক।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:২০

বিষাদ সময় বলেছেন: সদ্যজাত (সদ্যসেফ হওয়া) নিষ্পাপ শিশুকে আমার ব্লগে স্বাগতম। যাক আপনার মন্তব্য পেয়ে আশ্বস্ত হলাম যে এই পোষ্টে অন্ততঃ দুক্কু পাওয়ার মতো কিছু নাই.............. :)

ভাল থাকুন সব সময়।

৮| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:২২

শাহরিয়ার কবীর বলেছেন: দরকারী পোষ্ট ! ;)

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৩৩

বিষাদ সময় বলেছেন: দরকারী পোষ্ট !
এরচেয়ে দুঃসংবাদ আর কি হতে পারে!!! :)
নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.