নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

“র” এ “ড়” এ ছেরাবেরা

১৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:০৩



লিখতে গেলে আমাদের প্রায় সবারই বানান ভুল হয়। আমার তো ১০টা শব্দে ২০টা বানান ভুল হয়। কোথায় “ি” আর কোথায় “ী” হয় জানিনা, ণত্ব বিধি ষত্ব বিধি বুঝিনা, সমাবব্ধ শব্দ লিখি আলাদা করে আর স্বতন্ত্র শব্দ জুড়ে দেয় একসাথে, যতি চিহ্নের ঠিক ঠিকানা থাকে না, বাক্য হয় গুরুচণ্ডালী দোষে দুষ্ট। কিন্তু ছোটবেলা থেকে আমার র এবং ড় এর অবস্থানটা মোটামুটি সঠিক জাগায় থাকে।

ব্লগ পড়তে গিয়ে ব্লগারদের র এবং ড় এর উল্টাপাল্টা ব্যাবহার দেখে প্রথম প্রথম চমকে উঠতাম। কারণ র আর ড় সঠিক অবস্থানে না থাকলে শব্দের অর্থের যে ভয়ংকর বিভেদ দেখা দিতে পারে তা চমকে উঠার মতো‘ই। কোন ব্লগার যখন লিখেন “পরি” তখন পুরো বাক্য পড়ে বুঝতে হয় তিনি বই পড়েন, না জাঙ্গিয়া পরেন। আবার কোন লেখায় হয়তো দেখি কেউ লিখেছেন “পাড়ি”। তখন ভয় লাগে যে ব্লগে মনে হয় এবার কোন ‘এভিস” বা ‘রেপটিলিয়া” শ্রেণীর প্রাণী ঢুকে ডিম পাড়া শুরু করেছে।

আগে এই ভুলের পরিধি ছিল ব্লগ আবধি, এখন তা নামকরা সব পত্রিকার অনলাইন ভার্সন আবধি পৌঁছে গেছে। তাই প্রতিষ্ঠিত অনলাইন পত্রিকায় এরকম ভুল পড়তে পড়তে নিজের আবাল্য সঠিক শিক্ষার অবস্থানটিও এখন টলটলায়মান।


বিঃ দ্রঃ- কা্উকে ছোট করার জন্য লেখাটি লেখা নয়। কারণ এই ব্লগের প্রায় সকল ব্লগার আমার চেয়ে বিদ্যা, বুদ্ধিতে এগিয়ে। লেখাটির উদ্দেশ্য হল হাস্যরসের মাধ্যমে আমাদের নিজেদেরকে একটু সতর্ক করা।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: শব্দটা মনে হয় ছ্যাড়াব্যাড়া :) অনেকের আর য়/ই নিয়েও সমস্যা। আমি যায়, সে যাই :D

১৭ ই মার্চ, ২০২৩ রাত ১০:০১

বিষাদ সময় বলেছেন: ..যতটুকু দেখলাম.শব্দটি আঞ্চলিক বিথায় ছেরাবেরাও সঠিক...আপনার কাছে কোন রেফারেন্স থাকলে লিংক দিয়েন..
পোস্ট করার পরে খেয়াল করলাম আমার লেখায় অন্তত এক জাগায় "য়" না হয়ে "ই" হবে। দেখেও আর ঠিক করতে ইচ্ছা করলো না। মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

২| ১৭ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:


"আমি খায়, আমি যায়"।

১৭ ই মার্চ, ২০২৩ রাত ১০:৫০

বিষাদ সময় বলেছেন: আমি যাই আর সে যায় জানি, অসাবধানে মাঝে মাঝে ভুল লিখি.... তবে এই বানান ভুলে অর্থগত তেমন কোন পার্থক্য হয় না।
চলিত ভাষার সাথে চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় কি চ এবং ছ এর মধ্য কিছু পার্থক্য আছে?

৩| ১৭ ই মার্চ, ২০২৩ রাত ১১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


ব্যাকরণ নিয়ে পড়লেন হঠাৎ।

১৭ ই মার্চ, ২০২৩ রাত ১১:৩৪

বিষাদ সময় বলেছেন: "আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা" :(

৪| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২০

জুল ভার্ন বলেছেন: পড়ে হাস্যরসের কিছুই পেলাম না! :((

১৯ শে মার্চ, ২০২৩ রাত ৮:১০

বিষাদ সময় বলেছেন: আমার তো ব্যামোর শেষ নাই। হাসির প্রতি কৃপনতা দেখে মনে হচ্ছে আপনারও ব্যামো হতে পারে। :((
মন খুলে হাসুন, সুস্থ থাকুন। =p~

৫| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: ভুল করে করেই মানুষ শিখে।

১৯ শে মার্চ, ২০২৩ রাত ৮:১৩

বিষাদ সময় বলেছেন: তবে সমস্যা কি জানেন- কেউ দেখে শিখ-কেউ ঠেকে শিখে

৬| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- একটি অক্ষরের সামান্য পরিবর্তনে শব্দের অর্থের আকাশ পাতাল পরিবর্তন হয়ে যায়। সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ আমি বেশ আগ্রহ নিয়ে পড়তাম।

১৯ শে মার্চ, ২০২৩ রাত ৮:১৮

বিষাদ সময় বলেছেন: আপনি সঠিক জাগায় ফোকাস করেছেন। যদি কোন পোস্টে বানান ভুলের ফলে ভায়বহ অর্থের পরিবর্তন যুক্ত শব্দ অনেক থাকে তবে সে পোস্ট আর পড়তে ইচ্ছে করেনা। ধন্যবাদ।

৭| ১৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: পরি- পড়ি
গারি- গাড়ি
বারি- বাড়ি
এমন রাগ লাগে এই সব লিখে যখন কেউ। এমন কি এইভাবে কথাও বলে তারা কেউ কেউ।

১৯ শে মার্চ, ২০২৩ রাত ৮:২৮

বিষাদ সময় বলেছেন: এমন কি এইভাবে কথাও বলে তারা কেউ কেউ।
মূলত তারা কথা এভাবে বলে দেখেই এভাবে লেখে। :D

আগে এ ধরনের ভূল থেকেই লেখকের ক্লাস বোঝা যেত। এখন ভাল ভাল লেখকদের মধ্যেও এ সমস্যা সংক্রমিত হয়েছে।
আশা করি এখন আপনি আগের চেয়ে ভাল আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.