নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকিদা আফরোজ

আকিদা আফরোজ › বিস্তারিত পোস্টঃ

রঙ নিয়ে যত্ত কথা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২



কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় জীবনটা রঙ্গিন । কত রঙ জীবনের ! সাদা , কাল ,লাল ,নীল , হলুদ ,বেগুনী ... কি রঙ নেই জীবনে !!
চারপাশে এত্ত রঙের ছড়াছড়ি ... যেন রঙের মহাসমুদ্র ।
তাই শুধু রঙ আর রঙ...। রঙ্গিন চশমা ছাড়াই জীবনটা রঙ্গিন ।



কে বলছে সব রঙ সবার জন্য না ???? সবাইকে সব রঙ পড়তে মানা ??? সব ভুয়া ...।।
রঙ সর্বজনীন ।। রংধনুর সাতটা রঙ ই আমার নিজস্ব সম্পত্তি । আমার সব রঙ ই পছন্দ।
যখন যে রঙ পড়তে মুন চায় তখন সেটি পড়বো ।।
ক্যাটকেটে নীল , গাড় বেগুনি থেকে শুরু করে উজ্জল খয়েরি , খ্যাঁত কমলা , পেস্ট ......
এমন কি অভিজাত ব্লাক ......বাদ যাবে না কোন রঙ ই ।

রঙ নিয়ে প্যাঁচাল এর কারন ??? কারণআমি এই তত্ত্বে বিশ্বাস করি রঙ সর্বজনীন ।
সব রঙ পাগল সব মানুষের জন্য শুভ কামনা।
আর ও একবার লাবণ্যে উদ্ভাসিত হোক জীবন।
চাঁদের আলোটাই গায়ে লাগুক, কলংক না।
হিমুর জন্য হুমায়ুন আহমেদ কে অসংখ্য ধন্যবাদ ।
হিমু লেখার জন্য না , হিমু কে হলুদ রঙের করার জ ন্য।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার মতই লাগল! ভালই হয়েছে। ব্লগে স্বাগতম!

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

আকিদা আফরোজ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে প্রথম লেখার প্রথম কমেন্ট করলেন আপনি।।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪

আরিফ রুবেল বলেছেন: ব্লগে স্বাগতম!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

আকিদা আফরোজ বলেছেন: ধন্যবাদ.।।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

NurunNabi বলেছেন: নতুনদের আগমনে ব্লগের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাবে। ধন্যবাদ লেখিকা আকিদা আফরোজ বোনকে।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

আবিদা সিদ্দিকী বলেছেন: :)

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লেখা ; খুব ভালোলাগা থাকলো !!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

আকিদা আফরোজ বলেছেন: মনিরা সুলতানা আপু , ধন্যবাদ। দোয়া করবেন।

৭| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: রঙিন হোক সারা বিশ্ব, প্রতিটি মন।
ব্লগে সুস্বাগতম! এখানে আপনার ব্লগিং আনন্দময় এবং সফল হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.