নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

মনহীনতার দল

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৯



======================
মনহীনতার দল করল বুঝি
ইতিহাস সূচনা- ইতিহাস সূচনা!
সরিষা ফুলের মাঠ- হলদা রঙের ঘাট;
ছিঃ- ছিঃ- ছিঃ- মনহীনতার দল।
হিমেল হাওয়া- উষ্ণচূড়া, সবুজ প্রকৃতি
সুরে ধ্বনি করল বুঝি- ছিঃ- ছিঃ- ছিঃ-
মনহীনতার দল।

এই দ্বন্দ্বতা ভাঙ্গবে কে-
রক্ত নদী দেখবে কে-
তুমি কি পারলে অর্জিত সবটুকু
সঙ্গে করে নিয়ে; যেতে হবে নেংটা বেশে
অবশেষে বুঝলে কি?
ছিঃ- ছিঃ- ছিঃ- মনহীনতার দল;

সবুজ দিগন্তে ঘাসফড়িং উড়বে না-
পূর্ণিমা রাত জ্বলবে না
আঁধারে জোনাকিদের
অভিশাপ শুনতে হবে-
অনুতপ্ত শিহরণ জাগবে কি
ভুলের গায়ে রঙধনু উঠবে কি?
তবুও বলবো না বিবেকহীনা
ভেবে দেখ যেতে হবে নেংটা বেশে
সঙ্গে কিছুই রবে না
নইলে ইতিহাস করবে-
ছিঃ- ছিঃ- ছিঃ- মনহীনতার দল।

১২ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০
---------------------------------------

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই আমরা নষ্ট সমাজের
মানহীনতার দলে !

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নূর দা
চমৎকার মন্তব্য
ভাল ও সুস্থ থাকবেন------

২| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
২য় প্যারার ৪র্থ লাইনে সঙ্গে করে নিয়ে যেতে শব্দটা যোগ করলে বাক্যটা সুন্দরভাবে সমাপ্ত হবে।

৩য় প্যারার ৫ ম লাইনে শিহরণ হবে।

দুনিয়া পেয়ে মানুষ পরপার ভুলে গেছে।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি মাইদুল দা
সব ঠিক করেছি
অশেষ ধন্যবাদ
ভাল ‍ও সুস্থ থাকবেন--

৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: কবিতা চৎমকার লেগেছে ভাই।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা
অশেষ ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন

৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মানবতাহীনতার দল ভারী হচ্ছে।
চমৎকার কবিতা।

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সৌরভ দা
সঠিক বলেছেন
ভাল ও সুস্থ থাকবেন

৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৬

নেওয়াজ আলি বলেছেন: দারুণ এক অনুভুতি ,বেশ মনে লাগলো ।

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নে, আলি দা
অনুপ্রাণিত
ভাল ও সুস্থ থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.