নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

মুখশ্রী ভালবাসা

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫১






======================
মুখশ্রীতে দেখি শুধু ভালবাসা
সু-গন্ধী হাওয়া দৃশ্যবিরল উড়া!
হলদা গায়ের পারে বেঁধেছে
সাদা রঙের বাসা- এ পারেতে
ঝলক মারে সন্ধ্যা- দুপুর বেলা!
মুখশ্রীতে দেখি শুধু ভালবাসা।

উড়ে যায় শুধু বনোহাঁস কিংবা
কিছু পায়রা কিংবা ঢেউ তুলা মেঘ-
তবুও বৃষ্টির ফাঁকে সোনালি রঙধনু বেশ;
এত পূর্ণিমা রাত জেগে থাক কিছু অতীত-
কিংবা সহচর ঘটনা- এ সবের মাঝে
বেদনা খুঁজে পাই- মুখশ্রী ভালাবাসা।


২৮ মাঘ ১৪২৬, ১১ ফেব্রুয়ারি ২০
---------------------------------------

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: যখনই আপনার কবিতা পড়ি, তখন আমার একটা কবিতা লিখতে ইচ্ছা করে। কিছুক্ষন চেষ্টা করে ছেড়ে দেই। হয় না। পারি না।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে রাজীব দা আমি একটু কল্পনা বা ভাবনা বেশী করি
তাই হয় ত কবিতা সহজ হয় না বা ভাবমুখর হয়ে উঠে----
আামি সহজ করে লেখতে পারি না

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয়, উপস্থাপন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.