নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা ধ্রুবরেখা ঘিরে

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৫



===========================
শূন্যদেশে পুণ্যবেশে ভেবে নিবো!
ঘাসফড়িংতে ভালবাসা আসছে ফিরে-ফিরে-
অপেক্ষা শুধু সবুজ মাটির ভিরে-
তবুও ঘাসফুল হাসে উঠে রোদ বৃষ্টি ঝড়ে;
এবুঝি ভালবাসা আসছে ফিরে- ফিরে।

পূজ্যপাদে এখন শুধু প্রহরগুণা-
আর কত ক্রস দূর- চলছে বেশ কাছাকাছি
হচ্ছে সোনালি ভোর অথবা কচি
ঘাসের অঙ্কুর- ভাবতে পার অপেক্ষা শুধু সবুজ
আঙ্গীনা জুড়ে মৃত্তিকা ঘর- ভাব না
এভাবেই আসবে ভালবাসার ধ্রুবরেখা ঘিরে;

দু’চোখ পুস্প অনলে যায় রে যায় পুড়ে
শূন্য হাওয়া গাছের পাতা ঝর ঝরে পরে-
তেমনী মরণে কেনো পা ছটপটে কষ্ট নাচে
তবুও জ্ঞান হারা সাধু সুধ্যি হাসে- চলছে
দেখি বিবেকহীন ভালবাসা ফুরে-
এভাবেই আসবে ভালবাসার ধ্রুবরেখা ঘিরে।


২৯ মাঘ ১৪২৬, ১২ ফেব্রুয়ারি ২০
---------------------------------------

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৮

নেওয়াজ আলি বলেছেন: দারুণ ছন্দোময় ও বর্ণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.