নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=================
আজ কাল না মানুষগুলো
বড্ড এলোমেলো! রক্ত দেখে
খিল খিল করে হাসে যায়-
এমন কি শহরের নর্দমা গন্ধের
সাথে সবটুকু ভাসতে চায়;
কি অদ্ভুত তাই না! ছিঃ- ছিঃ-
কত বার সাবধান করেছি;
তবুও জেনো কে শুনে কার কথা।
সন্ধ্যা রাত না মানুষগুলো
আঁধার দেখা না- ফিস- ফিস-
করে গল্প কয় আয়নার বাহিরে
জিজ্ঞাসা করে তারা কোথায়?
শুধু নিঃঘুম রাত, ভারি হচ্ছে-
ঘুঘু পাখির ডাক; এমন সময়
জোছনা ঘিরে অন্ধকার- তবুও
ওরা দেখে অথচ আমি দেখি না
কিছুতেই ঝড় বৃষ্টিতে মানুষগুলো
ভেজা না,ভিজে যাই,ওরা দেখে না।
১১ ফাল্গুণ ১৪২৬, ২৪ ফেব্রুয়ারি ২০
---------------------------------------
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭
নেওয়াজ আলি বলেছেন: ভালো। শুভ কামনা।