নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
==========================
সেই দিন উষ্ণতাই পাগলছিল
আমার বুঝার খুব ভুলছিল!
অথচ কৃষ্ণচুড়া ঝরে গিয়েছিল বুঝিনি
এখন পাগলামীটা স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ
শুধু রাতের পর রাত ঘুম রাহালো;
তবুও মাঝে মাঝে এক ভবের সাগরে
ভাসিয়ে যাই- জানি কোথায়- কোথায়?
শত বর্ণমালা হারিয়েছে- সবুজ সোনালি মাঠ প্রান্তর
জানি না কখনো হবে কি মিতালি
শ্মাশান ধু ধু পরে আছে দক্ষিণার জল ঘাট।
তারপরও সরলতার প্রণয়ছিল খুব-
সরলতায় ছুঁয়ে গিয়েছিল একমুঠো কৃষ্ণচূড়ার পাপড়ি-
অথচ অবজ্ঞায় সব ভুলেই গেছে সে!
আর আমি আজও কৃষ্ণচুড়া খুঁজি-
লাল টুকটুকে পাপড়িগুলো!
ভাবিনি কারণ সরলতার প্রণয় ছিল।
২৭ ফাল্গুণ ১৪২৬, ১১ মার্চ ২০
----------------------------------
১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
২| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৫
নেওয়াজ আলি বলেছেন: বেশ মন ছুঁয়ে গেল লেখা।
১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবি নে আলি দা তাই নাকি আমার মন ছুঁয়ে গেল
ভাল ও সুস্থ থাকবেন-------
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: চমৎকার।