নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=====================
এই ভব সংসার, জীবনের একাংশ
শুধু স্মৃতিময় আয়না আর আয়না-
তবুও কেউ ভাঙ্গা আয়নাতে মুখখানি
বার বার কিছু না কিছু দেখি; স্মৃতির
কোন অংশে সুখময় কিংবা দুঃখকর;
তাই বলে জীবন কখনো থেমে থাকিনি;
কোথাও কিঞ্চিত আলো উজ্জ্বল অথবা
আঁধারে নিভু নিভু জোনাকিদের খেলাঘর।
তোদের কাছে কোনা সঠিক- তা জানা নেই-
তবে ধৈর্য পারে- একটু সূর্যের তাপ, সবুজের
সু-গন্ধময় ছোঁয়া! তাও ভর সংসার বলে কথা,
নিত্য মুখি বর্ণে গড়নে আবার সাজ! সন্ধ্যা আসবে
কিন্তু ভোর অনিশ্চিত, আতরের ঘ্রাণ ছড়া ঘ্রাণ;
নীলাকাশে সাদা মেঘ ছুটছে- তবুও বলে উঠে
জীবনের সন্ধিক্ষণ বড় মরুময় শূন্য- অতঃপর
হালকা নয় গভীরতম জীবন খেলায় স্মৃতিময়।
০১ চৈত্র ১৪২৬, ১৫ মার্চ ২০
----------------------------------
১৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নে আলি দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---
২| ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৬
নৃ মাসুদ রানা বলেছেন: এইসব স্মৃতি মিছে নয়...
১৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রানা দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---
৩| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
১৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---
৪| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১০
সাগর শরীফ বলেছেন: সুন্দর!
১৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সাগর দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২০
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।