নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=====================
সেতো কবে থেকেই উড়ন্ত মুক্ত পাখি
আকাশ দেখে- রংধনু তে শুধু ছবি আঁকে!
এতো পাখির সুখেই চলছে হালচাল;
অথচ আমি ঘুমন্ত মেঘ যেনো দল বাঁধা
শঙ্খচিলের ছা, তাও বুঝি সুখ মনে আসে না
কেনো আসবে সেতো মুক্ত সোনা পাখি;
আদরে আমি নাহয় তারার কাছে রাখি-
জোনাক সেতো দুস্ট বেদনার ছবি বুননা- তবুও
পাখি নিশ্বাস নিচ্ছে মুক্ত গন্ধময় ময়ূরী হেসে
আর যু্ক্ত সব নর্দমার ভেসে বেড়ান শকুন-
পুষা কুকুর সেতো বহুদুর কাছে থাকা মরণ!
অতঃপর সুখেই চলছে হালচাল মুক্ত পাখি।
২৫ আষাঢ় ১৪২৬, ০৯ জুলাই ২০
------------------------------------
২১ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ নেওয়াজ আলি দা
২| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করে ভালো লাগলো।
২১ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ রাজীব দা
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৬
নেওয়াজ আলি বলেছেন: Wonderful