নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
======================
খুব ভাবলাম, পাথর হলে কেমন হয়
না কি মাটি হবো- মাটি হলে তো
অনেক ঘাসফুলের গন্ধ পাবো;
পাথর সেতো রক্তক্ষণ ঝরায় তাই না;
কিন্তু পাথর না হয়ে উপায় কি বলো?
অথচ মাটির ঘাসফুল শুকে যাবে
তার চেয়ে চলো পাথর হই! হাসছো
মাটির ঘ্রাণ নিতে নিতে এক প্রকার
বদাভ্যাসের পরিনিত হয়েছি;
ভাল মন্দ বোঝার ঘ্রাণ হারিয়ে ফেলেছি।
তার চেয়ে ভাল এখনি পাথর হই- ঢিল
ছুরতে খুব মজা পাবে- তাহলে পাথর হই!
ভাবো না আবার উঠানে পরে থাকব
যেখানে থাকার কথা ঠিক সেখানেই থাকবে-
ভেবেছো তো পাথর হতে দোষ নাই।
০৭ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ২০
-------------------------------------
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবি ফেনা দা ঠিকি বলেছেন
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---------
২| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৩
সাদা মনের মানুষ বলেছেন: হৃদয় ভাঙ্গা পাথরের চেয়ে কোমল হৃদয়ের মাটি হওয়াটাই কি ভালো নয়?
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: না সাদা কামাল দা না মাটির নানানমুখি গন্ধ কিন্তু পাথরের নেই
ভাল ও সুস্থ থাকবেন-----------
৩| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৩
কবিতা পড়ার প্রহর বলেছেন: পাঁথরেও তো ফোটে ফুল
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবি দা এটা কল্পনিক
ভাল ও সুস্থ থাকবেন-----------
৪| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
এইবারের কবিতা বুঝেছি
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: হ ঠিক কথা কইছেন কিছু বুঝেননি
ভাল ও সুস্থ থাকবেন-----------
৫| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি প্রিয় রাজীব দা সুন্দর
অনেক ধন্যবাদ নিবেন--------
৬| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:২১
নেওয়াজ আলি বলেছেন: অনুপম লেখা ।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি প্রিয় নেওয়াজ আলি দা সুন্দর
অনেক ধন্যবাদ নিবেন--------
৭| ২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২০
ফুয়াদের বাপ বলেছেন: থলথলে কাঁদাময় মাটির মনের মানুষকেও দেখেছি সময়ের ব্যাবধানে কিভাবে পাথর হয়। আমার কাছে মাটি-পাথর দুটোতেই ভয়। পাছে, কি জানি কি হয়। তবে কাঁদামাটি-পাথরের মাঝামাঝি হলে কেমন হয়! পথিক হেঁটে যাবে বুকে, ঘাসফুলে খেলা করবে রঙের প্রজাপতি-ফরিং - কি কবি দিলাম তো ধাধায় ফেলে? কবিতা পড়ার প্রহর বলেছেন - পাঁথরেও তো ফুল ফোটে। তাই পাথর হতেও দোষ কি!
২৩ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সঠিক বলেছেন কিন্তু এভাবে ত দেখিনি পাথর ত পাথর -----------
অনেক ধন্যবাদ জানাই
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫৯
ফেনা বলেছেন: পাথর হতে দোষ নাই। চলো পাথর হই। কিন্তু নামটা যেন হৃদয়ে থাকে।