নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মোনাজাত

০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৩১





=======================
এই রক্তধারা আর্তনাদে
মুছে যাক- মুছে যাক করোনার বীজ;
এই প্রার্থনা কবুল কর-
রবউল আলামিন! দেখেছো কত
আত্মত্যাগে মহিমান্বিত
তোমার আরাধনায় আজ মশগুল।

ঈদ গাহে করুণ অশ্রুজলের
মোনাজাত, মুক্ত কর এ করোনা কে।
তোমার বিশ্বাসে জানি থাকবে না
এই আতঙ্কের হু হতাশ, ঘুরে দাঁড়াবে
বিশ্ব সমাজের হালচাল- প্রভূ
এ রক্তধারায় কবুল কর মোনাজাত।


১৯ শ্রাবণ ১৪২৬, ০৩ আগস্ট ২০
------------------------------------

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



শুধুমাত্র জ্ঞানী মানুষেরা টিকা আবিস্কার করে করোনাকে থামাবে, আর কেহ ইহাকে থামাতে পারে না।

০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: সবই মহাজ্ঞানীর ইচ্ছা কবি দা
অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন

২| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৪২

মোঃ খুরশীদ আলম বলেছেন: উম্মতে মুহাম্মদীর জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে, উম্মতে মুহাম্মদীর উপর কোন আযাব চিরস্থায়ী বা দীর্ঘমেয়াদি হয়না। একসময় তা বিলিন হয়ে যায়।
আল্লাহ পাক মহান। তিনি নিশ্চয় আপনার আমার প্রার্থনা কবুল করবেন। সব দোয়াই আল্লাহ কবুল করেন। কোন দোয়াই ফেরত দেন না। দোয়ার বিষয় নিয়ে একটা লেখা নিয়ে আসছি ইনশাআল্লাহ। পড়ার নিমন্ত্রন থাকলো।

০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৫৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি আলম দা
মহান আল্লাহ কবুল করুন আমিন

অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন

৩| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৪৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: চাঁদগাজী বলেন, শুধুমাত্র জ্ঞানী মানুষেরা টিকা আবিস্কার করে করোনাকে থামাবে, আর কেহ ইহাকে থামাতে পারে না।
জনাব চাঁদগাজীর কাছে সাওয়াল, জ্ঞান বস্তুটা কি, সেটা কোথা হতে আসে, কোথায় থাকে, তার কি হ্রাস-বৃদ্ধি আছে ?

৪| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


মোঃ খুরশীদ আলম বলেছেন, "জনাব চাঁদগাজীর কাছে সাওয়াল, জ্ঞান বস্তুটা কি, সেটা কোথা হতে আসে, কোথায় থাকে, তার কি হ্রাস-বৃদ্ধি আছে ? "

-আপনার পোষ্ট টোষ্ট আমি মাঝে মাঝে সামুতে দেখি; আপনার পোষ্টে জ্ঞানের আভাস নেই; জ্ঞান আহরণ করতে হয় শিক্ষা ও উচ-শিক্ষার মাধ্যমে; জ্ঞান সম্পর্কে আপনার কোন ধারণা নেই।

০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: আমার চোখে জ্ঞান অন্যভাবে দেখি সেটা হলো ঈশ্বর প্রদ্যেত
জ্ঞান চিন্তা সবার এক সমান নেই উচ-শিক্ষা নিলেই জ্ঞান হবে সেটাও ঠিক নয়
জ্ঞান সত্যই বিধাতার দান---------------

চাঁদগাজী দা আমাকে ভুল বুঝবেন না
আমার জ্ঞানে যা বুঝেছি তাই বললাম

৫| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরাধনায় মশগুল হবে কথাটা ঠিক করে নেন

সুন্দর হয়েছে

০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি ছবি আপু সংশোধন করেছি

অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন--------

৬| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন--------

৭| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:০৯

সাইন বোর্ড বলেছেন: বেশ মনোরম প্রার্থনা, ভাল লাগল ।

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সাইন বোর্ড দা

অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন--

৮| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:১১

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " আমার চোখে জ্ঞান অন্যভাবে দেখি সেটা হলো ঈশ্বর প্রদ্যেত
জ্ঞান চিন্তা সবার এক সমান নেই উচ-শিক্ষা নিলেই জ্ঞান হবে সেটাও ঠিক নয়
জ্ঞান সত্যই বিধাতার দান--------------- "

-ঈশ্বর কোন জ্ঞান দেয় না; ঈশ্বর জ্ঞান দিলে আপনিও আইনষ্টাইন হয়ে যেতেন।

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: হ্যা চাঁদগাজী দা সঠিক কথা বলছেন
প্রভু জ্ঞান সবাক দেয় না বলে ত উনি আইনষ্টাইন হয়েছে
আপনি আমি হতে পারিনি ---------
আমাদের যে জ্ঞান আছে সেটা আইনষ্টাইন বা বিদ্রোহ কবি বা বিশ্ব কবি হতে হওয়ার জ্ঞান না
প্রভু যদি দেন তাহলে হতে পারবেন-----------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.