নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
============================
বাবা চমৎকার গুমাই বোনাতে পারত!
শত বার চেষ্টা করেও আমি পারিনি;
এতো সুন্দর গুমাই জুড়া সারা তলাটে
খোঁজেও পাওয়া যায়নি গুমাই।
গুমাই দিয়ে কি হয়? বাবা বল গরুর মুখ বান্ধা হয়
গরু তখন কিছুই খেতে পারবে না।
সারি সারি গুমাই বাঁধা গরু আইল পাথারে
ছুটছে আর দুলছে সবুজ সোনালি মাঠ
এখন আর নেই সেই দৃষ্টিপাট।
চিত্র এখন ভিন্ন হয়েছে, খরা পরেছে
গোয়াল ঘর- শূন্য শুধু মেঠোপথ-
বাবা বোনায় না আর গুমাই- আজও শিখি নাই
যুগের পরিবর্তন আসবে বলে গুমাই আর
গুমাই থাকবে না- সারি বদ্ধ গরুপাল চলবে না
অতঃপর বাবার হাতে গুমাই এখন অন্যভাষা
এক করুণ আর্তনাদে স্মৃতির অরণ্য ধূলাই!
আমার ছেলেরা দেখবে কি চিনবে কি গুমাই
অদ্ভূত সব অন্যভাষা চাষ আবাদ গুমাই।
২০ শ্রাবণ ১৪২৬, ০৪ আগস্ট ২০
------------------------------------
০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই স্মৃতি বড়ই বেদনা দায়ক বাবার কাছে অনেক কিছু শিখা হয়নি ব্যর্থতা
অনেক ধন্যবাদ জানাই---------------
২| ০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশ এখন সাহেবদের দেশে, বাবুদের দেশ। এখন চাষাবাদ নেই, কৃষক নেই - কৃষকের গরুও নেই। আর টোপা কিভাবে থাকে?
দেশ প্রেমিক বাঙালী ভাই, সত্যি সত্যি স্মৃতি বড়ই বেদনা দায়ক।
০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: দেশ প্রেমিক বাঙালী ভাই সঠিক বলেছেন দাদা
অনেক ধন্যবাদ জানাই------------
৩| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: গরুর বদলে মানুষ এখন গুমাই ব্যবহার করছে ( মাস্ক)।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি দাদা সঠিক বলেছেন
অনেক ধন্যবাদ জানাই------------
৪| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: অতি মনোরম। অতি চমৎকার কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গুমাই, গোমাই, ঠুসি, টোপা যাই বলেন না কেন এখন এগুলো আর খুঁজে পাওয়া যায়না। স্মৃতি বড়ই বেদনা দায়ক!