নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=========================
বিশ্বাস জেনো গা ছাড়া তাস বুকে হাত
দিয়ে বলতে পারবে না কোনদিন যে চাঁদ,
বামনের গায়ে আঁধার ছিল, বুঝতেই পারেনি-
কি আশ্চর্য রাতের গায়ে চাঁদ জ্বলচ্ছে বেশ!
এখন জানালার ফাঁকে চাঁদ দেখা হয় অহরহ-
সব জেনো এক বৃষ্টিহীন- ছায়াহীন মৃদল পথ।
অথচ সেই চাঁদ কতদিন হলো দেখা হয় না আর
বৃন্দবন জুড়ে শুকে যাচ্ছে গোলাপ- গন্ধহীন মেঘ
এপাশ ওপাশ করে ভাসচ্ছে- তারপরও চাঁদের
এতটুকু হুস নেই-বজ্রপাত, কলঙ্ক, আমাবস্যা আছে;
বামনের চিৎকারে ঝর্ণাধারা, সমুদ্রে উতাল পাতাল
শুধু বামনের পাড়ায় চাঁদ নেই ঐ তারার পাশে-
অপরূপ লাগছে তুমি তারার পাশে সুখে থাক চাঁদ।
২১ শ্রাবণ ১৪২৬, ০৫ আগস্ট ২০
------------------------------------
০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি অশেষ ধন্যবাদ জানাই
২| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা অশেষ ধন্যবাদ জানাই
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: দারুন। চাঁদের মত সুন্দর কবিতা