নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
======================
নোনা জলের বানভাসী মানুষ আমি-
নাই রে আমার সুখ দুখের অনুভূতি!
শুধু জগৎ সংসার মায়াময়-
কার গায়ে সূর্য ছায়াদয়;
কার খবর কে রাখে- পাপের নিন্দা
ঠোঁটের বাঁকে- কার আগে কয়
তার জলে তাই ডুবে
পাড়াপষি নয়!
রঙিলা মাটির ঘরে হাজার চোখ
চেয়ে থাকে শূন্য মেঘে গন্ধ-
ঘুম তো আসে না রাতে
সুখের জলে অন্ধ;
তবুও রাত পোহানে হাজার কাক
কার আগে ডাকে নিন্দা পাপে
কার ঘরে-জড়ান কাপড়ে
মাটির সনে ঘুমায়।
২২ শ্রাবণ ১৪২৬, ০৬ আগস্ট ২০
--------------------------------------
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: একধরেন বাউল গান করা যাবে আপু
২| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: বানবাসীদের সাহায্য করার জন্য ক্বেউ কি এগিয়ে এসেছে?
কবিতা দূর্দান্ত হয়েছে।
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: না রাজীব দা অশেষ ধন্যবাদ জানাই
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে