নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=======================
এই জেগে উঠছে অমাবস্যা রাত-
শুন জোনাকিদের আলত ছুঁয়া নিভু নিভু
করছে আলোময়-
এ পরলো বুঝি প্রাণচঞ্চল হাসি;
সাগরের ঢেউয়ে হারাল- নদের বুকে ফাঁকি;
কি করলে চির তরে ভাঙ্গনের
নীবর আর্তনাদ-
ভেসে যাচ্ছে কৃষ্ণচূড়া রাঙা পথ,
শুকনো পাতা, বালুচর,
এই সব উপেক্ষা করা প্রত্যয়;
না আমি আর পারছি না
চাঁদ ডুবলো আমার উঠান জুড়ে-
তবু পূর্ণিমার ছোঁয়া লাগলো না
লোমকোষি গায় কি অদ্ভূত বাতাসের অনুভূতি-
তাই না;
উজ্জ্বল শুধু লাঞ্চনা-
অতঃপর ফুরালো না গঞ্জনা
এ আঁধার ঠিকানা
যেনো জোছনা ছায়া বিরামবনা
শুধু আমারী এ কেমন গঞ্জনা।
০২ ভাদ্র ১৪২৬, ১৭ আগস্ট ২০
------------------------------------
১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা শুনে ভাল লাগল আসলে কবিতা কি হয়
২| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৭
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য লেখা পড়ে বিমোহিত হলাম।
১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: নেওয়াজ আলী দা অশেষ ধন্যবাদ জানাই
৩| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৩
অজ্ঞ বালক বলেছেন: লোমকোষী গায় - কাম সারছে। এইডা কি উপমা দিলেন!?
১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: অজ্ঞ বালক দা অশেষ ধন্যবাদ জানাই
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: আমি কিন্তু আপনার কবিতার একনিষ্ঠ পাঠক।