নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=========================
সময় চলছে বেশ কিন্তু গ্লাসের মাথা
বার বার ভেঙ্গে যাওয়ার অর্থ খুঁজি!
আয়না ভেঙ্গে যাওয়ার অর্থ পেয়েছি
মনের কালিমাখা দাগ মুছে যাওয়া!
অথচ গ্লাস কি অদ্ভূত জোড়াও লাগে না-
পানি পান করাও যায় না।
একবার তোমার গ্লাস ভাঙ্গার চেষ্টা করেছি
কিছুতেই ভাঙ্গতে পারিনি অথচ আয়না ভেঙ্গে গেলো
বাস্তবতার কালিদাগ এখনো রইয়ে গেলো!
আমাকে অর্থ বুঝে দিবে? জানি পারবে না
কারণ তোমার গ্লাস অপরিস্কার দুর্গন্ধময়;
তবুও আয়নাতে চেহেরা দেখতে হয়;
অন্য আয়না চকচক করে ঠিকই-
তারপরও সময় বুঝে চেষ্টা করি অর্থ খোঁজার
বাস্তবতার ভবিষ্যৎ এমনি অর্থ বুঝা যায় না-
অর্থটা ওখানেই সীমাবন্ধতা মাটির বুকে
ঘুমন্ত দূরত্ব থাকা অতঃপর কষ্ট ভীষণ
ভাঙ্গা গ্লাসের অর্থ খুঁজি।
০৯ ভাদ্র ১৪২৬, ২৪ আগস্ট ২০
-------------------------------
২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ নেওয়াজ আলি দা
২| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ রাজীব দা
৩| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:০০
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: আমিও অর্থ খুঁজি।
২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৭
নেওয়াজ আলি বলেছেন: একরাশ মুগ্ধতা l