নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
বাবার মুছকি হাসির আড়ালে ভীষণ রাগছিল
বুঝতে পারিনি! চিকন পাকা বাঁশের বারি-
আমাার জ্ঞান হারিয়ে গেলো!
তারপর আর কি যাহবার হলো।
মা ফজরের নামাজে খুব ডাকতেন;
সকালে আমার হাটার অভ্যাস ছিল খুব!
ঘরের উঠানে মসজিদ, নামাজ পরলাম;
হাটা শুরু করলাম- ওদের বাড়ির সামনে দিয়ে চিকন রাস্তা
বেশ মজাই লাগতো দুষ্টমি করতে;
একদিন দেখি ও হাঁটতে বাহির হয়েছে
আমি আবার বোকাসোকা একটু লজ্জা টাইপের মতো
হাত পা কাঁপতো কথা বলতে পারতাম না।
কিছু না হতেই বিচার দিতো বিড়ালের মতো
টলটল করে চেয়ে থাকতাম ও আবার চোখে বিষ দিতো
ঠিকই বুঝতাম কিন্তু এটা কি পছন্দের না অপছন্দের বুঝতাম না
মাঠভিটা আমার পছন্দের মাঠ রোজ ফুটবল ক্রিকেট খেলতাম
কারণ মাঠ থেকে ওদের বাড়ি দেখা যেতো।
এখন শুধু ধু ধু শ্মাশান ঘিরা সবুজের আইলপাথর পরে আছে
স্মৃতিরা আকাশে মেঘ হয়ে বাদলা ঝরে-
সবকিছু ঐখানে থাক বাদলা দিনের ভেজা মন।
২২ ভাদ্র ১৪২৬, ০৬ সেপ্টেম্বর ২০
------------------------------------
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি হাসান দা অশেষ ধন্যবাদ জানাই
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: ৭ নাম্বার লেইনে মসজিদ হবে
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি দাদা সংশোধন করেছি অশেষ ধন্যবাদ জানাই
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৭
নেওয়াজ আলি বলেছেন: Excellent
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই নেওয়াজ আলি দা
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই রাজীব দা
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৬
জাহিদ হাসান বলেছেন: