নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
এভাবে হাঁটতে- হাঁটতে আর ভাল লাগছে না!
একই চিরনী দিয়ে চুল হাছড়ানোও ভাল লাগছে না;
আয়নাটাও জানি পুরাতন নতুন কাচের প্রলোভ যেনো
ভাঙ্গা গ্লাসের মতো লাগছে ভীষণ-
তবুও কিছু করার নাই।
চল বদলে যাই, সেটাও জানি আজ মরীচিকার
দেয়ালে দেয়ালে রূপায়ন হয়েছে রূপবতী রাস্তার ছবি;
অথচ পরিবর্তনের কথা কইলে নিজের গলার মধ্যে
বকের ঠোঁটে দেখো- কতখানী ক্ষত-
বুঝতে পারবে না কারণ তুমি অন্ধ
ভাবতে পারো জানি ভাবতেও তোমার ভাল লাগবে না
আর হাঁটতে হাঁটতে এভাবে আমাকে করছো বন্ধ।
২৯ ভাদ্র ১৪২৬, ১৩ সেপ্টেম্বর ২০
------------------------------------
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই রাজীব দা
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
চিরনী দিয়ে চুল হাঝরানোও ভাল লাগছে না; - চিরুনি দিয়ে চুল আঁচড়ানো / হাঝরানো কোনটি হবে?
হাঁটতে হাঁটতে এভাবে আমাকে করছো বন্ধ। - বন্ধ হবে নাকি অন্ধ হবে?
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩০
কালো যাদুকর বলেছেন: অসাধারণ , আধুনিক । আসলে পরিবর্তন সহজ নয়। " বকের ঠোঁটে দেখো কতখানি ক্ষত" দারুন লেগেছে এটি।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: একই চিরনী দিয়ে চুল হাঝরানোও ভাল লাগছে না;
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি ঠিক করেছে দাদা অশেষ ধন্যবাদ জানাই
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।