নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

হামাগিরে কানছেগেরি ভিছিল

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২০






একদিন আব্বাক কনু হামাক আনা
কানছেগেরি দেখবার নিয়ে যাও তো;
হামী যমুনা নদীও দেখে আসমুহিনি!
আব্বা কল মেলাদূর- ওদে গাও পুড়ে
যাবিহিনি তোর বাবা ; পুড়ে পুড়ুক গে।

আব্বা কল কিসেন হছে পাট নিরেচ্ছে
হামী পান্তা নিয়ে যামু, হামী তখন কান্দন জুড়ে
দুনু মাটির মধ্যে গরমারলেম আব্বা কল মাথল
মাথাত দিয়ে চল ক্যাকা চুদন বুঝিসহিনি;

আইলের দিয়ে হাটে যাছি আর পরে যাছি
হামী তো আবার কান্দন জুড়া দিনু ও আব্বা
হামী আর হাটবের পারছি না আব্বা কল তথন
হামার গারে উঠেক- বাবার কষ্ট হছে তাও গেলাম;

দুপুর হলো ওদে পুড়িযাছি বিকাল হলো তারপর
আব্বা কল উযে ঝাউগাছ দেখুছু ওটা হলো তোর
দাদার কমরমাঝি ভি মেলাকরে কাউন হয় কি সুন্দর
আব্বা হাছেম চাচাক কল ছিকের মধ্যে বসে ওক বাড়িতে
নিয়ে আসেক আর মনে মনে কলেম আর কোনদিন কানছেগেরি
দেখতে যামুনা- এখন কানছেগেরি শালা যমুনার পেটের
মধ্যে ভাসে গেছে আব্বাক আর কইনা চলতো আনা
নদী দেখে আসি, কানছেগেরি এখন বালুচর তোমার
নাত নাতীরা নামী শুনবি হামাগিরে কানছেগেরি ভিছিল।

০৪ আশ্বিন ১৪২৬, ১৯ সেপ্টেম্বর ২০
------------------------------------
বগুড়া আঞ্চলিক ভাষায় লেখা চেস্টা করেছি

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩০

বিএম বরকতউল্লাহ বলেছেন: রংপুর বা বগুড়ার আঞ্চলিক ভাষায় রচিত বলে মনে হচ্ছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি বগুড়ার আঞ্চলিক ভাষা একটু চেষ্টা করেছি কতখানি হয়েছে জানি না
পাঠ করার জন্য অনেক ধন্যবাদ জানাই------------

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

ইফতি সৌরভ বলেছেন: কানছেগেরি কি বগুড়ার "কানছগাড়ি" না আর কোন এলাকা?

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: কানছেগেরি এটাই হবে জমির নাম -কষ্ট করে পাঠ করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৮

আমি সাজিদ বলেছেন: একদিন আব্বাক কনু হামাক আনা
কানছেগেরি দেখবার লিয়ে যাও তো;
হামী যমুনা নদীও দেখি আসমুহিনি!
আব্বা কল মেলাদূর- ওদে গাও পুড়ে
যাবিহিনি তোর বাবা ; পুড়ে পুড়ুক গে। ( গে ব্যবহার হয় বা মনে হয়)

আব্বা কল কিবেন হছে পাট নিরেচ্ছে
হামী পান্তা নিয়ে যামু, হামী তখন কান্দন জুড়ে
দুনু মাটির মধ্যে গরমারলেম আব্বা কল মাথল
মাথাত দিয়ে চল ক্যাকা চুদন বুজিসনি

এই শব্দগুলো আমি এভাবে শুনেছি৷

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সাজিদ দা কষ্ট করে পাঠ করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: আমি আঞ্চলিক ভাষা বুঝি না।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: এগলে কথা হলো আঞ্চলিক ভাষা বুঝেন না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.