নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
নাটক, সিনেমা যেনো জীবনের ঘুম!
মোরগ ডাকে আযানের আগে- তবুও
ঘুমপারা নাটক দৃশ্যময়, শেষ হও, হয় না শেষ।
নায়ক যুদ্ধ ঘোষণা করেছে কালোমেঘের
সনে- যোদ্ধ চলছে কত রক্তাক্ত লাশ;
সিনেমার শেষ দৃশ্যপটে দেখা যায়।
অথচ আজকের নায়কেরা ভীষণ দুর্বল-
নৈঃশব্দে চিৎকারে একটা গোলাপও ফুটাতে
পারে না! সিনেমা নাটক তেমনী চলছে-
তারপর হুংকার শুধু সাদা কাগজের সংবাদ;
সাদা মেঘের ভাসমান আকাশ বুকে গুটা
কয়টা তারার সাথে চাঁদ করেছে বেঈমান।
২৮ আশ্বিন ১৪২৬, ১৩ অক্টোবর ২০
----------------------------------------
১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: ওই একই হলো ছবি আপু অশেষ ধন্যবাদ জানাই ভাল আছেন
২| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: কবিতা হলো আবেগ। কবিত আমনকে আনন্দ দেয়।
১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: হু অশেষ ধন্যবাদ জানাই রাজীব দা
৩| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ভাষা সুন্দর কাব্য।
১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবি দা অশেষ ধন্যবাদ জানাই
৪| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৬
নেওয়াজ আলি বলেছেন: লেখা ভালো লাগলো পড়ে
১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নেওয়াজ আলী দা অশেষ ধন্যবাদ জানাই
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: তারপর হুংকার হবে কি শব্দটা?