নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
তারপর একটা রাত- শুধু ঘুম ঘুম স্বপ্ন স্বাদ!
শিশির ভেজা ভোর কখন কেটে গেছে
এখন উপলব্ধি করার সময়-নির্জন কিংবা পূর্ণিমা রাত;
কত কথার মধুময় রস যেনো মৌচাকে বাঁধা
হয় তো কোনদিন মৌচাক কাটা হবে না-
তবুও স্বপ্ন থেকে যায় পুরাতন বালিশের উপর!
ঘুমপারানির সুখটার ওখানেই স্বার্থকতা বয়ে আনে-
সেখানে স্বপ্ন হাসায়- কখন বা ভাবায়
দুচোখে সব রঙিন অথচ বাস্তবতা নিঠুর নির্দয়-
কবি থেমে গেছে কিন্তু কবিতা থেমে যায়নি!
অতঃপর সেই রাত স্বপ্ন চাঁদের জলে ভাসছে-
এখনো কবিতা থেমে যায়নি- থেমে গেছে কবি।
১২ কার্তিক ১৪২৬, ২৮ অক্টোবর ২০
---------------------------------------
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: এখনপর্যন্ত লেখার সংখ্যা ১৭৯টা শুধু সামুতে
কেনো দাদা?
২| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিকে কেন থামিয়ে দিলেন
কবিতাকে সচল রেখে
কবিতা চলবে কেমনে একাকী
কে রাখবে দেখে?
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি বরক দা অশেষ ধন্যবাদ জানাই
৩| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১২:২২
আমি সাজিদ বলেছেন: ভালো হয়েছে।
০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সাজিদ দা অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
আপনার লেখা কবিতার সংখ্যা কত?