নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আজকের সমাজ কোথায় দাঁড়িয়ে আছে
ভাবতেই ভুমিকম্পনের কম্পন মনে হয়!
মানবতা শব্দ বড় ভারি জ্ঞানহীনতার-
চোখ বিবেক এমন কি নব্যসভ্যতার পশু;
মনে হচ্ছে তাও ভাবতে ঘৃনায় থু থু এক
বালুচরের উত্তাপ- চাঁদের গায়ে এক ফুটা
পানির সন্ধান পেয়েছে অথচ নির্মূল বিদ্বেষ
খুঁজে পায় না; কোথায় দাঁড়িয়ে আছি?
ধর্ম নামে ভন্ডামি কোন ধর্মে আছে আগুনে
পুড়ে মানুষ হত্যা- হায় রে সমাজ, হায় ভ্রাতা-
তুমি তোমারটাই দেখলে-এতোটুকু মমতা বুঝলে না
ধর্ম তো বলেছে ক্ষমা করাই তো সর্বশ্রেষ্ঠ উত্তম!
তুমি খুন করলে তুমি হত্যার হলি খেললে-
হায় রে সমাজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো?
আমাকে একটু বলতে পারো কোথায় দাঁড়িয়ে আছি।
১৬ কার্তিক ১৪২৬, ০১ নভেম্বর ২০
-------------------------------------
০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি ছবি আপু অশেষ ধন্যবাদ জানাই
২| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ সমাজ ও ধর্ম নিয়ে চমৎকার কবিতা।
শুভেচ্ছা নিন।
০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি প্রিয় কবি বরক দা অশেষ ধন্যবাদ জানাই
৩| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর
শুভ কামনা l
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ নেওয়াজ আলি দা
৪| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: কবিতা লিখে লিখে সমাজ বদলানো সম্ভব??
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: কবিতা লেখে এখন আর সমাজ বদলানো সম্ভব না
৫| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:২৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মৃত্যুর উপত্যকায়।
০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ নুরুল দা
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: নির্মমতা ইসলামে নেই । ইসলাম শান্তির ধর্ম