নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

কোথায় দাঁড়িয়ে আছি

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৮






আজকের সমাজ কোথায় দাঁড়িয়ে আছে
ভাবতেই ‍ভুমিকম্পনের কম্পন মনে হয়!
মানবতা শব্দ বড় ভারি জ্ঞানহীনতার-
চোখ বিবেক এমন কি নব্যসভ্যতার পশু;
মনে হচ্ছে তাও ভাবতে ঘৃনায় থু থু এক
বালুচরের উত্তাপ- চাঁদের গায়ে এক ফুটা
পানির সন্ধান পেয়েছে অথচ নির্মূল বিদ্বেষ
খুঁজে পায় না; কোথায় দাঁড়িয়ে আছি?

ধর্ম নামে ভন্ডামি কোন ধর্মে আছে আগুনে
পুড়ে মানুষ হত্যা- হায় রে সমাজ, হায় ভ্রাতা-
তুমি তোমারটাই দেখলে-এতোটুকু মমতা বুঝলে না
ধর্ম তো বলেছে ক্ষমা করাই তো সর্বশ্রেষ্ঠ উত্তম!
তুমি খুন করলে তুমি হত্যার হলি খেললে-
হায় রে সমাজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো?
আমাকে একটু বলতে পারো কোথায় দাঁড়িয়ে আছি।

১৬ কার্তিক ১৪২৬, ০১ নভেম্বর ২০
-------------------------------------

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: নির্মমতা ইসলামে নেই । ইসলাম শান্তির ধর্ম

০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি ছবি আপু অশেষ ধন্যবাদ জানাই

২| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ সমাজ ও ধর্ম নিয়ে চমৎকার কবিতা।
শুভেচ্ছা নিন।

০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি প্রিয় কবি বরক দা অশেষ ধন্যবাদ জানাই

৩| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর
শুভ কামনা l

০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ নেওয়াজ আলি দা

৪| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে লিখে সমাজ বদলানো সম্ভব??

০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: কবিতা লেখে এখন আর সমাজ বদলানো সম্ভব না

৫| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মৃত্যুর উপত্যকায়।

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ নুরুল দা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.